Showing posts with label computer. Show all posts
Showing posts with label computer. Show all posts

Tuesday, November 21, 2017

হাইড করে রাখুন আপনার কম্পিউটারের যেকোনো ফাইল

এখন আপনি ইচ্ছে করলেই আপনার কম্পিউটারের যেকোনো ফাইল হাইড করে রাখতে পারেন

এর জন্য শুধুমাত্র নিচের সফটওয়্যারটি ডাউনলোড করলেই হয়ে যাবে

সফটওয়্যারটির নাম হলো “Free Hide Folder” - এই সফটওয়্যারটি বহু ফোল্ডার একসাথে Hide করে পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য অত্যন্ত কার্যকর একটি সফটওয়্যার।

এটা যেকোনো অপারেটিং সিস্টেম- এ চলবে। ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন

click Here To Download





Monday, November 20, 2017

আপনার কম্পিউটার কে কথা বলান ছোট্ট একটি সফ্টওয়ার দিয়ে

হ্যালো ফ্রেন্ডরা আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করবো সেটা হলো

আপনি যখন রিসাইকেল বিন ডিলেট করবেন তখন আপনাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি বলে বস আমাকে ডিলেট করলেন।

আবার কম্পিউটার কে স্টান বাই করে রাখলে বলবে বস আমি কিছুক্ষনের জন্য বন্ধ হচ্চি এবং চালু করলে যদি বলে বস আমি আবার ও খুলছি।

আবার,আপনি যদি ইউ এস বি পোর্টে সংযোগ দেন, যদি ইউ এস বি পায় আপনাকে জানিয়ে দিবে,বস ইউ এস বি পাইছে ভাইরাস চেক করে নিন।

আর না পেলে তাও জানিয়ে দেবে যে বস ইউ এস বি পাইতেছে না কম্পিউটার একবার রিস্টার দিন।

দারুন না কম্পিউটারের মুখে বসের ডাক শুনে মনটা আনন্দে ভরে যায়।

এরকম আরও সংকেত দিয়ে আপনাকে জানিয়ে দিবে এই কম্পিউটার বা ল্যাপটপ।

আপনাকে কিছু করতে হবে না।

শুধু নিচের লিঙ্ক থেকে টেলিং বস ফাইলটি ডাউনলোড করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনিস্টলদিন

Telling Boss Sound.ZipDownload

Shese, Winrar Software Diye Extract করুন

কোন সতর্ক বার্তা এলে ইয়েস অল করে দিন।

এবার আপনি রিসাইকেল বিন ডিলেট করে দিন দেখুন আপনাকেবস বলে স্মরন করছে।

পাসওয়ার্ড থাকা কম্পিউটার ওপেন করুন পাসওয়ার্ড ছাড়াই

এখন আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে বা freind এর কম্পিউটারে তার অজান্তে ঢুকতে চাইলে পাসওয়ার্ড না জেনেই তার কম্পিউটারে প্রবেশ করতে পারবেন

আপনার কম্পিউটারে নতুন অ্যাকাউন্ট খোলার পর Administrator অ্যাকাউন্টটি আর দেখা যাবেনা।

এরপর আপনার নতুন অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সংযুক্ত করলেন। 

এমতাবস্থায় পাসওয়ার্ড ভুলেগেলে কি করবেন ?

যদি Administrator অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড না দেওয়া থাকে, তাহলে এর সমাধান আছে।

কম্পিউটারে পাওয়ার অন করার পর যখন পাসওয়ার্ড উইন্ডোটি আসবে, তখন Ctrl Alt চেপেধরে Delete বাটনটি ২ বার চাপুন।

এরপর নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাকাউন্ট নাম হিসেবে Administrator লিখুন এবং পাসওয়ার্ড ঘরটি ফাঁকা রেখে Enter বাটনটি চাপুন। ইনশাল্লাহ কম্পিউটারটি ওপেন হবে ✔




Thursday, July 2, 2015

এক ক্লিকে একসঙ্গে অনেক ফোল্ডার খুলুন আপনার কম্পিউটারে

জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয়
উইন্ডোজ ব্যবহার কারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন
এর জন্য প্রথমে আপনি নোটপ্যাড ওপেন করুন এবং নিচের সংকেতটি
( কোডটি ) নোটপ্যাডে লিখুন :-
MD My Music Audio Videos Photos Image Ringtone
এরপর File/save as থেকে নোটপ্যাডটি Anayet.bat নামে সেভ করুন
খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে।
এই ফাইলে ক্লিক করলেই একসঙ্গে ১০টি ফোল্ডার তৈরি হয়ে যাবে
লক্ষ করুন, নোটপ্যাডের কোডে আপনি যে নামগুলো দিয়েছেন,সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে
ইচ্ছা করলে আপনি নিজের পছন্দমতো নাম দিয়ে নোটপ্যাডে স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন
তবে সংকেতের শুরুতে MD লিখতেই হবে
আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন

Friday, March 20, 2015

কোনো নাম ছাড়াই ফোল্ডার তৈরি করুন আপনার কম্পিউটারে

এখন আপনি কোনো নাম না দিয়েই বিনা নামে ফোল্ডার খুলতে পারেন আপনার কম্পিউটারে

এর জন্য আপনি নিচের ধাপ অনুসরণ করুন

১) প্রথমে আপনি একটি যে কোনো নামে ফোল্ডার খুলে নিন

২) এরপর ফোল্ডারটির উপর Right ক্লিক করে Rename এ যান

৩) এবং আগে যে নাম ছিলো সেটি মুছে দিন তারপর আপনার কিবোর্ডের ডান পাশের Alt বাটন টি চেপে ধরে 0160 এই নম্বরটি লিখুন

এরপর ok তে ক্লিক করে মজা দেখুন কোনো নাম ছাড়াই ফোল্ডার খোলা হয়ে গেছে

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন

Saturday, December 27, 2014

এ্যান্ড্রয়েড সেটকে ব্যবহার করুন কম্পিউটারের মডেম হিসাবে আর দুমদাম নেট করুন

এখন আপনি আপনার এনড্রয়েড সেটকে ব্যবহার করতে পারেন মডেম হিসেবে

এই পদ্ধতির মাধ্যমে আপনি USB ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ, ডেক্সটপ উভয় ধরনের কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

এর জন্য আপনাকে নিচের ধাপ অনুসরন করতে হবে

1) প্রথমে আপনার হ্যান্ডসেটের settings অপশনে যান । নিচের দিকে দেখুন developeroption অপশন  আছে সেটা চালু করুন

এরপর ওই অপশনের ভেতর usb dibugging অপশন চালু করুন ।

২) এখন আপনার কম্পিউটারের জন্য PDA NET নামে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে

সাইজ মাত্র আড়াই এমবি এবং মোবাইল থেকেও ডাউনলোড করা যায়।।

সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এটা এখন মোবাইল থেকে কম্পিউটারের ভেতর ট্রান্সফার করে কম্পিউটারে ইনস্টল করুন ।

3) ইনস্টলের শেষ হলে আপনার মোবাইলটি কম্পিউটারের সঙ্গে USB এর সাহায্যে যুক্ত করতে বলবে ।

এর জন্য ইনস্টলের শুরুতেই মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে USB ক্যাবল দিয়ে কম্পিউটারে যুক্ত করুন

4) আপনার মোবাইলে PDA NET নামে একটি APP অটোমেটিক ইনস্টল হবে সেটি চালু করে USB teether mode চালু করুন ।

5) কম্পিউটারের PDA net সফটওয়ারে গিয়ে connect internet এদেওয়া মাত্র    ইন্টারনেট চালু হয়ে যাবে ।

এরপর খুব নেট চালানো শুরু করুন:

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন

Tuesday, December 16, 2014

আপনার কম্পিউটারের Start Menu থেকে All programs list লুকিয়ে রাখুন খুব সহজে

এখন আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারের Start menu থেকে All programe অপশন লুকিয়ে রাখতে
পারেন

এর জন্য আপনাকে নিচের ধাপগুলি অনুসরন করতে হবে

প্রথমে আপনি আপনার কম্পিউটারে
Run গিয়ে
gpedit.msc
লিখে ok করে User configuration থেকে Administrative template থেকে . Start Menu and Taskbar এ ক্লিক
করে Remove All programs list from the start menu এ গিয়ে Enable করে দিয়ে ok করুন

কাজ শেষ এবার দেখুন আপনার Start
Menu থেকে All programs list হাওয়া হয়ে গেছে ।


আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিন নোটপ্যাডের মাধ্যমে ! ! ! !

আজ আমি আপনাদের একটি ছোট্ট টিপস জানাবো যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের র্যাম খালি করে আপনার কম্পিউটারকে গতিশীল বানাবেন

আপনি এক ক্লিক করে আপনার কম্পিউটারের র্যাম ক্লিন করতে পারবেন এবং কম্পিউটারের গতিকে ধরে
রাখতে পারবেন ।

এই জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে ।

প্রথমে আপনি নোটপ্যাডের কাজ টি করার আগে নিচের এই টিপসটি অনুসরন করুন ।

My Computer ওপেন করে Tools এ যান এবং Folder options এ ক্লিক করুন ।

এবার যে উইন্ডো আসবে তাতে View তে ক্লিক দিয়ে “Hide extension for known file type” টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন ।

এবার নোটপ্যাডের কাজ কিভাবে করতে হবে দেখে নিন প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করুন এবং তাতে লিখুন

mystring=(80000000)

এবং ডেস্কটপে সেভ করুন RAM. Vbe নামে ।

এবার আপনি যখনই সময় পাবেন RAM. Vbe নামের ফোল্ডার টি তে ক্লিক করে র্যাম কে ক্লিন করে প্রায় ৮০% গতি বৃদ্ধি করে নিন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

কম্পিউটার কবে কিনেছিলেন তারিখ টি বের করে নিন এখুনি

কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই !তো কোন সমস্যা নেই ।

এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তা হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা
হয়েছিল তার ডেট জানা ।...

আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই ।

কিন্তু অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে ।

যখন কোনো পুরাতন কম্পিউটার কিনি বা অন্য কোনো কাজে খুব দরকার হয় তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই
কম্পিউটার-এর মাধ্যমে জানা যায় ।

কিভাবে জানা যায় এবার তা দেখুন ।

প্রথমে যান—

1.Start

2.All Program

3.Accessories

4.System Tools

5.System Information—

এ ক্লিক দিন ।

তারপর একটি ডায়ালগ বক্স আসবে ।

উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date - এ দেখুন ।

ব্যাস ওকে ।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে-

1.Control Panel

2.All Control Panel

3.Items Performance

4.Information and Tools

5.Advanced Tools – থেকে

6.View Advanced System Details in System information

এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন  অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন খুব সহজে

আমরা CPU এর পাওয়ার বাটন দিয়ে

কম্পিউটার চালু করি।

কিন্তু অনেক সময় পাওয়ার বাটন নষ্ট

হলে কম্পিউটার চালু করতে সমস্যা হয়।

ইচ্ছা করলে CPU এর পাওয়ার বাটন না

চেপে কি-বোর্ডের সাহায্যে আপনি 

কম্পিউটার চালু করতে পারবেন এর

জন্য প্রথমে আপনাকে কম্পিউটার চালু

হওয়ার সময় Del বাটন চেপে BIOS

এর প্রবেশ করতে হবে।

তারপর Power Management Setup

নির্বাচন করে Enter প্রেস করে

Power on my keyboard নির্বাচন করে

Enter দিতে হবে।

Password নির্বাচন করে Enter দিন।

Enter Password এ কোন একটি কি

পাসওয়ার্ড হিসাবে দিয়ে সেভ করে বের

হতে হবে।

এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড

কি চেপে কম্পিউটার চালু করা যাবে। 

পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর

জন্য প্রযোজ্য হলেও অন্যান্য

মাদারবোর্ডেও এই  পদ্ধতিটি করা যায় ।


আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

ধন্যবাদ ।

Monday, August 18, 2014

আপনার পেনড্রাইভ কে বানিয়ে ফেলুন Ram

বর্তমানে আমাদের দেশের অনেক ইউসাররাই ব্যবহার করছেন Windows 7 কিন্তু প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি স্লো  হয়ে যায়,আর আমারএ এলার্মটি মূলত তাদের জন্যই । আমি আপনাদের যে প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কে RAM এর সহকারি মেমোরিতে  রূপান্তর করতে পারবেন।প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard ঢোকান।
এর পর MyComputer এ যান ।
এরপর সেখান থেকে আপনার Pendrive বা Memorycard এর Properties এ যান।সেখাকার উপরের চিত্রের মতন ReadyBoost এ ক্লিক করুন  ।
সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।
1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.
এরপর সেখানথেকে
3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা
2. Dedicate this device to ReadyBoost.
এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত হবে । একবার পরখ করেই দেখুন ।

এন্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করুন আপনার কম্পিউটারে

আমাদের অনেকের এন্ড্রয়েড মোবাইলের ভার্সন কম থাকায় অনেক দরকারি সফটওয়্যার ডাউনলোড করতে পারিনা যেটা আমাদের একটা খুবই অসুবিধার কারন   

কিন্তু এখন আপনার একটি কম্পিউটার থাকলেই আপনি সেই সমস্যা দূর করতে পারেন

আপনি ইচ্ছে করলেই যেকোনো এন্ড্রয়েড সফটওয়্যার আপনার কম্পিউটারে চালাতে পারেনা

এর জন্য আপনাকে শুধুমাত্র একটি এন্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করলেই হয়ে যাবে

ইমুলেটর টি নিচ থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন এরপর এন্ড্রয়েডের মজা ভালো ভাবে উপভোগ করুন

ইমুলেটরটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন    Bluestacks