Showing posts with label Android. Show all posts
Showing posts with label Android. Show all posts

Tuesday, November 21, 2017

আপনার এন্ড্রোয়েড ফোনে ভিডিও রেকর্ডিং করুন পুরোপুরি লুকিয়ে

এখন আপনি একদম পুরোপুরি ভাবে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারেন এবং সেটা আপনার পাশের কেউ জানতে পারবে না 

এর জন্য আপনাকে কিছু করতে হবেনা শুধুমাত্র নিচের সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করলেই হয়ে গেলো


সফটওয়্যারটি থেকে রেকর্ডিং করা ভিডিওটি আপনার এস.ডি কার্ডের SVR নামের ফোল্ডার পেয়ে যাবেন

সফটওয়্যারটি নিচ থেকে ডাউনলোড করে নিন 

Secret Video Recorder Pro




Secret Video Recorder Pro v3.1.7 APK Free Download

Monday, November 20, 2017

কোন ভিডিও ইডিট এপ ছাড়াই এন্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও তে নাম লিখুন খুব সহজে

হ্যালো ফ্রেন্ডরা আজ আমি আপনাদের কে বলবো কিভাবে কোনো ভিডিও ইডিট করা সফটওয়্যার ব্যবহার না করেও আপনি যেকোনো ভিডিও তে আপনার বা আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারবেন

এর জন্য যা যা আপনাকে লাগবে   খুব   

১) kingsoft office বা office sute pro সফটওয়্যারটি এবং

২) mx player

পদ্ধতি : প্রথমে kingsoft office বা office suitepro এপ্স টি ওপেন করুন।

একটি নতুন document তৈরি করার জন্য প্রস্তত হোন।

নতুন document এ নিচের কোড টি লেখুন।
কোড :100:00:000,000 –>04:00:000,000 যা লিখতে চান তারপর document টি সেভ করুন (.txt ) ফরমেটে।

এরপর ফাইল মেনেজার এ যান।

সদ্য প্রস্তুত(.txt) ফাইল টা রিনেম করুন ।

যে ভিডিওতে লেখা দেখতে চান হুবুহ একই নামদিন ফাইল টার।

আর (.txt) কেটে দিয়ে (.srt)করে দিন।যেমন : আপনি dhoom 3.mp4 ভিডিওরসাথে নাম দেখতে চান।

তাহলে ওই document টার নাম দিন dhoom 3.srt . এরপর ভিডিও এবং (.srt ) ফাইল টা একই ফোল্ডারে রেখে বেড় হয়ে আসুন।

ব্যাস কাজ শেষ। এবার mx player এ যানএবং যে ভিডিও র জন্য ফাইল তৈরি করেছেন তা play করুন।

আর ভিডিও তে লেখা দেখুন। ধন্যবাদ।



Image result for video edit PHOTO WITH ANDROID MOBILE

Friday, November 13, 2015

এখোন ফটো তুলুন শুধুমাত্র Whistle বাজিয়ে

বন্ধুরা আবারো আপনাদের জন্য একটি নতুন এ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আনলাম আপনাদের সামনে

এই অ্যাপটি খুব সুন্দর এবং সোজা তাই বেশি কিছু লিখলাম না

১) প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন

২) এরপর ইন্সটল করে নিন

৩) এবার ওপেন করে শিষ দিন আর মজা নিন

আশাকরি বুঝতে পেরেছেন তাহলে আজ এখান থেকেই বিদায় নিই

সবাই ভালো থাকবেন ধন্যবাদ

Thursday, July 2, 2015

ডাউনলোড করে নিন খুব সুন্দর এবং কাজের একটি এ্যান্ড্রয়েড অ্যাপ


আমি এখন আপনাদের সাথে এমন একটি এন্ড্রয়েড এপ্স শেয়ার করব যে অ্যাপের মাধ্যমে আপনি একসঙ্গে অনেক কাজ এই একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন

তাহলে চলুন প্রথমেই দেখেনিই কি কি করতে পারবেন এই এপ্স দিয়ে

প্রথমেই বলছি এটি সম্পুর্ন প্রো- ভার্সন তাই এর সর্বচ্চো ব্যবহার আপনারা করতে পারবেন সাথে সারা জীবন বিনামূল্যে সরাসরি আপডেট করতে পারবেন

1) এন্টি ভাইরাস ও এন্টি ম্যলওয়ারের কাজ করতে পারবেন।

2) ব্যাটারি সেভার হিসাবে ব্যবহার করতেপারবেন

3) টাক্সকিলার হিসাবে ব্যবহার করতে পারবেন

4) ইন্টারনেট সিকিউরুটি হিসাবে ব্যবহার করতে পারবেন

5) আপনাকে কেউ টেক্সট মেসেজ বা ইমেইলের মাধ্যমে ভাইরাস পাঠাতে পারবেনা

6) ক্যাস মেমোরী ক্লিন করতে পারবেন

7) আপনার ডাটা ইউজ দেখতে ও নিয়ন্ত্রন করতে পারবেন

8) আন-ইনস্টলার হিসাবে ব্যবহার করতে পারবেন

9) এপ্স ব্যাকআপ নিতে পারবেন

10) কল ও মেসেজ ব্লকার হিসাবে ব্যবহার করতে পারবেন

11) উইপার হিসাবে ব্যবহার করতে পারবেন

12) এপ্স লক করে রাখতে পারবেন

13)*** মূলত যে কারনে আমি আপনাদের সাথে এই এপ্সটা শেয়ার করেছি তা হল এন্টি থেপ্ট- বা চোরের হাত থেকে আপনার ফোন রক্ষা করতে পারবেন
এখানে যেযে সুবিধা পাবেন তা হল.....

i) কেউ আপনার ফোন চুরি করলে যে যে সিম ব্যবহার করবে তার সিরিয়াল নম্বর ও অপারেটর নেম আপনাকে ইমেইলে সয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দিবে

ii) পরপর যে কেউ ৩ বার আপনার ফোনে ভূল প্যাটার্ন লক দিলে তার ছবি আপনাকে ইমেইলে সয়ংক্রিয় ভাবে পাঠিয়ে দিবে তবে তার জন্য আপনার সেটে ফ্রন্ট ক্যামেরা থাকতে হবে

iii) আপনি ইমেইলের মাধ্যমে আপনার চুরি যাওয়া ফোনের অবস্থান ম্যাপের সাহায্যে  পেয়ে যাবেন।
এবার চলুন বিস্তারিত জানি

এপ্স এর নাম-

AVG AntiVirus Pro
Play Store এ এর মূল্য 14.99 ডলার প্লে-স্টোর হতে কিনে নিতে পারেন
এছাড়া নিচ থেকে এপ্সটির সর্বশেষ ভার্ষন ফ্রি ডাউনলোড করতে পারেন
এখানে ক্লিক করুন

ডাউনলোড করে ইন্সটল করুন
ইনস্টল হয়ে গেলে এপ্সটি ওপেন করুন এপ্সটি ওপেন করলে একটিভ করতে বলবে চিত্রে দেখানো যায়গায় ক্লিক করে একটিভ করুন

যেহেতু আমি এই এপ্সটির এন্টি থেফ্ট এর ব্যাপারে  বেশি জোড় দিয়েছি তাই এখন এন্টি থেফ্ট একটিভ করা দেখাব

প্রথমে এন্টি থেফট অ্যাক্টিভ লিখাই ক্লিক করুন
ক্লিক করলে একটি রেজিস্টার পেজ আসবে

এখানে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন আপনি সফল ভাবে রেজিস্ট্রেশন করে ফেলেছেন

এখন এন্টি থেফ্ট অপশনে অনেক মেনু পাবেন এখানে ক্যামেরা ট্রাপ এ টিক দিয়ে রাখুন
এবং নিচে পাসওয়ার্ড অপসন হতে একটি পাসওয়ার্ড দিন

এই পাসওয়ার্ড কি কাজে লাগবে তা পরে বলছি

এতে করে যে পরপর তিন বার আপনার ফোনে ভুল প্যাটার্ন বা পিন দিবে ক্যামেরা গোপনে তার ছবি তুলে আপনার দেয়া মেইলে পাঠিয়ে দিবে

আপনার সিম চেন্জ করলে অনেক তথ্য আসবে
এখানে অপারেটর ও সিমের সিরিয়াল নম্বর পাবেন
যার মাধ্যমে সহজেই চোরকে ধরা যাবে

এবার এন্টি থেপ্ট এর এডভান্স সেটিং এ ক্লিক করুন

এখানে দেখুন আপনার এই অ্যাপটি যেন কেউ সহজেই আনইনস্টল না করতে পারে তার অপশন আছে ওখানে টিক দিয়ে দিন
এর ফলে আপনার এপ্স সহজে কেউ আনইনস্টল করতে পারবেনা ও এপ্স সম্পুর্ন সফল ভাবে তার কাজ চালাতে পারবে

আপনার এন্টিথেফ্ট একটিভেশন সফল ভাবে সম্পন্ন হল

পোষ্টের এক যায়গায় পাসওয়ার্ড দিতে বলেছিলাম চলুন এবার দেখি কি হবে এই পাসওয়ার্ড দিয়ে
যদি আপনার ফোন হারিয়ে যায় তো আপনি এই পাসওয়ার্ড দিয়ে মেইল বা মেসেজের মাধ্যমে আপনার ফোনের এলার্ট মুড অন করতে পারবেন

আপনার ফোন এখন কোথায় আছে বা সর্বশেষ কোন শহরে ওই ফোন ব্যবহার করা হয়েছিল তা জানতে পারবেন

আপনার ফোনের সকল ডাটা মুছে দিতে পারবেন

আপনি যখন ই মেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তখনই ওই মেইলে আপনাকে বিস্তারিত জানানো হবে কিভাবে আপনি উপরের কাজ গুলো করতে পারবেন

এপ্সটির অন্যান্ন যেসব সুবিধার কথা বলা হয়েছে তা এপ্সটির পারফমেন্স অপশনে পাবেন

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন

ফোন করুন আপনার নম্বর গোপন রেখে এবং মজা নেন

বন্ধুদের সঙ্গে মজা করার জন্য স্মার্টফোনে বেশ জনপ্রিয় ফেক কলার আইডি অ্যাপ আছে 

এসব অ্যাপের সাহায্যে কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর

এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রেখে,ব্যবহারকারীর দেয়া অন্যভুয়া নম্বর প্রদর্শন করা যায়

ইতি মধ্যে অনেকেই পরিচয় বদলের এ জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন Voxox, Lifehacker, Spoofcard,Tracebust, CallerIDFaker প্রভৃতি

এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি

প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা গেলেও, পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করা লাগবে

এরপর যদি কন্ঠপাল্টে ফেলেন, তাহলে ফোনের অপর প্রান্তের পরিচিত মানুষটির আপনাকে চিনতে বেশ কষ্টকর হবে

অ্যাপটি ডাউনলোড করতে    এখানে ক্লিক করুন

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন

Friday, June 12, 2015

অনলাইনে ইনকাম করুন আপনার এন্ড্রয়েড মোবাইলে ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে

আজকে আমি আপনাদের সাথে এমন একটি এপ্স শেয়ার করবো যা দিয়ে আপনি এখন থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন

এর জন্য আপনাকে সেইরকম কিছুই করতে হবেনা শুধুমাত্র নিচের স্টেপগুলি ফলো করুন :-

এপ্সটির নাম হচ্ছে Whaff Rewards

প্রথমেই WHAFF এপ্সটি নিচ থেকে  ডাউনলোড করে নিন এখান থেকে

এছাড়া আপনি প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন

প্লেস্টোর থেকে এপ্সটি ১ মিলিয়ন বারের বেশি ডাউনলোড করা হয়েছে

এপ্সটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন

এপ্সটি ওপেন করে,আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করুন

যদি আইডি হারানোর ভয় থাকে তাহলে ফেইক আইডি দিয়ে লগইন করুন

লগইন করার পর আপনার কাছ থেকে একটি অফার কোড চাইবে

কোডটি দিলে আপনি $০.30 ডলার ফ্রি পাবেন

কোডটি হল:-   BH88956

বি:দ্র:-  কোডটি আপনার
কাছে একবারই চাইবে তাই
সতর্ক্তার সাথে কোডটি দিবেন
নাহলে ফ্রি ০.৩০$ পাবেন না
কিভাবে ইনকাম করবেন:


1) এপ্সটি ইন্সটল করে এবং কোডটি ব্যবহার করলে পাবেন $0.30


2) গুগল প্লাসে শেয়ার করলে $0.13


3) প্রতিদিনের এক্টিভির জন্য পাবেন $0.014


4) বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে ওপেন করলে ভিবিন্ন মানের ডলার পাবেন


5) এছাড়া আপনি এখান থেকে আপনার বন্ধুদের রেফার করে ইনকাম করতে পারবেন
বাকিটা ইউস করলেই বুজতে পারবেন



কিভাবে পেমেন্ট পাবেন :-

1) পেপাল একাউন্টে এই ডলার ট্রান্সফার করে ব্যাংকের মাধ্যমে টাকা হাতে নিতে পারেন

2) পেপাল আইডি না থাকলেও,গুগলপ্লে স্টোর থেকে এই ডলার দিয়ে পেইড এপস কিনতে পারবেন

3) এছাড়া ফেইসবুক গিফট কার্ড দিয়ে ফেইসবুক পেইজ প্রোমোট করতে পারবেন


আমি এই সফটওয়্যারটি থেকে অনেকবার পেমেন্ট পেয়েছি
একবার ব্যবহার করে দেখুন আশাকরি অপনিও এখন থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন

আশাকরি সকলে বুঝতে পেরেছেন তবুও কোনো অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন


Sunday, February 15, 2015

হাততালি দিয়ে খুজে নিন আপনার এন্ড্রয়েড ফোনটিকে

মনে করুন আপনি আপনার পড়ার টেবিলে পড়ছেন কিংবা ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার স্মার্ট ফোনটি কোথায় রেখেছেন মনে করতে পারছেন না ?

আর এই জন্য হাততালি দিবেন আর আপনার স্মার্ট ফোনটি বেজে উঠবে আর সহজে বুঝে নিবেন আপনার সেটটি কোথায় আছে

আর এটি হবে ছোট্ট একটি সফটওয়্যার এর মাধ্যমে

অ্যাপটি নিচ থেকে ডাউনলোড করে নিন

এখান থেকে

App Name : Clap To Find

ব্যাবহার :

১| Install করুন

২| Cick On

৩| তিনবার হাততালি      দিন ।

কাজ শেষ ।

এবার মোবাইল খুজতে তালিদিন ।
আর আপনার বন্ধুদের চমকে দিন ।

Friday, January 30, 2015

যাদের মোবাইলের RAM এবং internal মেমোরি খুব কম শুধুমাত্র তাদের জন্য এই পোস্টটি

মোবাইল রুট করা থাকলে এইপোস্টটা কাজে লাগবে

প্রথমে মোবাইলের setting>apps এ গিয়ে দেখেন আপনার internal storage কতটুকু খালি আছে সেটা মনে রাখবেন

এবার কাজ শুরু করেন

প্রথমে গুগলে মামার কাছে  সার্চ মেরে LUCKY PATCHER.apk  অ্যাপটা ডাউনলোড করে নেন ।

তারপর অ্যাপটা অপেন করেন ।

নিচের দিকে একটি  লিস্ট দেখতে পাবেন ।

সেখান থেকে toolbox এ যাবেন

তারপর
ODEX ALL SYSTEM APPLICATIONS  এ ক্লিক দেন

কনফার্ম করেন

এবার মোবাইল রিস্টার্ট হবে তারপর মোবাইলের setting>apps এ গিয়ে দেখেন ম্যাজিক internal storage পুরা ফ্রি

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করবেন

SMS দিয়ে আপনারী বন্ধুর এন্ড্রয়েড ফোন রিস্টার্ট দিয়ে দিন খুব সহজেই

SMS দিয়ে এন্ড্রয়েড ফোন রিস্টার্ট দিতে হলে শুধুমাত্র "=" চিহ্নটি (মানে,সমান চিহ্ন)
মেসেজ অপশন এ লিখে পাঠিয়ে দিন এমন কাউকে যে এন্ড্রয়েড ফোন ব্যবহার করে ।

আপনি এন্ড্রয়েড ব্যবহার না করলেও চলবে ।

কিন্তু যাকে পাঠাবেন তাকে এন্ড্রয়েড ব্যবহার করতে হবে ।

এটি যেকোন সিম এর জন্য প্রযোজ্য

মেসেজ সেন্ড হওয়ার আগেই সেই এন্ড্রয়েড ফোনটি রিস্টার্ট নিবে এবং কিছুক্ষন পরে মেসেজটি ফোনে ডেলিভার হবে।

Saturday, December 27, 2014

এ্যান্ড্রয়েড সেটকে ব্যবহার করুন কম্পিউটারের মডেম হিসাবে আর দুমদাম নেট করুন

এখন আপনি আপনার এনড্রয়েড সেটকে ব্যবহার করতে পারেন মডেম হিসেবে

এই পদ্ধতির মাধ্যমে আপনি USB ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ, ডেক্সটপ উভয় ধরনের কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

এর জন্য আপনাকে নিচের ধাপ অনুসরন করতে হবে

1) প্রথমে আপনার হ্যান্ডসেটের settings অপশনে যান । নিচের দিকে দেখুন developeroption অপশন  আছে সেটা চালু করুন

এরপর ওই অপশনের ভেতর usb dibugging অপশন চালু করুন ।

২) এখন আপনার কম্পিউটারের জন্য PDA NET নামে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে

সাইজ মাত্র আড়াই এমবি এবং মোবাইল থেকেও ডাউনলোড করা যায়।।

সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এটা এখন মোবাইল থেকে কম্পিউটারের ভেতর ট্রান্সফার করে কম্পিউটারে ইনস্টল করুন ।

3) ইনস্টলের শেষ হলে আপনার মোবাইলটি কম্পিউটারের সঙ্গে USB এর সাহায্যে যুক্ত করতে বলবে ।

এর জন্য ইনস্টলের শুরুতেই মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে USB ক্যাবল দিয়ে কম্পিউটারে যুক্ত করুন

4) আপনার মোবাইলে PDA NET নামে একটি APP অটোমেটিক ইনস্টল হবে সেটি চালু করে USB teether mode চালু করুন ।

5) কম্পিউটারের PDA net সফটওয়ারে গিয়ে connect internet এদেওয়া মাত্র    ইন্টারনেট চালু হয়ে যাবে ।

এরপর খুব নেট চালানো শুরু করুন:

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন

Sunday, October 12, 2014

এন্ড্রয়েড ইউজার রা এবার uninstall করুন বিরক্তিকর সিস্টেম এপ্স আর আপনার ram করুণ ফাকা

এখন আপনি আপনার ফোনে বিরক্তিকর সিস্টেম এপ্স গুলো রিমুভ করতে পারবেন ।

এন্ড্রয়েড ইউজারদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের ফোনের সিস্টেম গুলো নিয়ে খুব বিপাকে আছেন

কারণ ফোন কেনার পর হ্যান্ডসেটের সাথে ডিফল্ট হিসেবে এমন কিছু এপ্স দেয়া থাকেযেগুলো কখনো কোনো
কাজে তো আসেই না

উল্টো আপনার ফোনের ram এর অনেকটা যায়গা দখল করে রাখে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এতে
করে একে তো আপনার ব্যাটারী ড্রেইন করে তার উপর আবার নেটও খেতে থাকে ।

টাকা খরচ করে কিছু এমবি কিনলেন অথচ কিছু ইউজ করার আগেই দেখলেন আপনার ডাটা শেষ হয়ে
গেছে আর এর পেছনের সম্ভাব্য কারনই হল আপনার সিস্টেম এপ্স ।  

বেশিরভাগ সিস্টেম এপ্সই আপনার ডাটা এবং চার্জ খাওয়ার প্রধান কারণ ।

কিন্তু আজকের পর থেকে আপনার আর এই সমস্যাগুলির সম্মুক্ষীন হতে হবেনা ।

এখন আপনি চাইলেই সেই সিস্টেম এপ্স গুলো রিমুভ করতে পারবেন ছোট্র এই এপ্সটি দিয়ে ।

তো চলুন কাজ শুরু করা যাক……

এপ্সটির নামঃ System app remover (ROOT)

একটা সমস্যা, তা হল-এই এপ্সটি ইউজ করতে হলে আপনার ফোনটি রুটেড হতে হবে ।

যদি রুট করা না থাকে তাহলে এখুনি রুট করে নিন

আর রুট করার জন্য আমার আগের পোস্ট টি  দেখুন ।

এবার  এখান থেকে  System app remover (ROOT) টি ডাউনলোড করুন ।

সাইজ মাত্র ৮০০ কেবি তাঁরপর ইন্সটল করে ওপেন করলে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন

দেখুন আপনার সব এপ্স এখানে শো করছে ।

এবার আপনি যে এপ্সটি রিমুভ করতে চান সেই এপ্সের পাসে টিক চিহ্ন দিয়ে নিচের দিকে uninstall লেখা বাটনে ক্লিক করুন

দেখবেন আপনার এপ্সটি রিমুভ হয়ে গেছে ।

এই এপ্সটি থেকে আরো যেসব সুবিধাপাবেন নীচে দেখুনঃ

*Uninstall multi-app in one click.*.Backup & restore apps.

*.Scan all apks in sdcard.

*.Search apps in local, in market and in website.

*.User can custom [Install time] [Package name] [Apk path] to show in list;

*.User app backup directory can be configured in settings;

*.Show app details: size, install time, package, apk path.

এপ্সটি ইউজ করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

Android এর যেকোন paid apps, games নামান খুব সহজে

Android সেট এ অনেক Apps,Games আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় ।

কিন্তু আমাদের অনেকের পক্ষে কিনা সম্ভব না,বা কিনার পদ্ধতিটা অনেকের কাছে বোধগাম্য না ।

তাই বলে কি তারা paid apps নামাবে না ?

তাদের জন্য ছোট্ট একটা পদ্ধতি নিয়ে এসেছি ।

অনেকেই হয়ত আগের থেকেই জানেন, তবে অনেকের কাছে নিয়মটা অজানা ।

চলুন এক ঝলকে দেখে ফেলি পদ্ধতিটা

১। প্রথমে http://www.google.com এ যান । এরপর play store এ ঢুকুন ।

২। এরপর play store থেকে যেকোন paid apps, বা paid games সিলেক্টকরুন ।

ধরুন এখানে office suite pro 7 সিলেক্ট করেছি যার দাম ৯.৯৯ ডলার ।

৩। এরপর apps টির নাম কপি  করুন ।

৪। এবার aptoide.com এই ঠিকানায় ঢুকুন ।

৫। এবার সার্চ অপশন এ গিয়ে যেই apps টি নামাবেন সেটার নামটি paste করুন ।

৬। দেখুন আপনাকে result show করতেছে  এরপর এতে ক্লিক করুন ।

৭।এরপর নিচের মত পেজ আসবে ।

এরপর install এ ক্লিক করুন ।

৮।এরপর আপনাকে সেভ করতে বলবে ।

আপনি যদি ফাইলটি সেভ করেন তাহলে ওপেন করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে এটাকে কি দ্বারা ওপেন করব ?

তখন আপনি যেকোন একটা ব্রাউজার এর মাদ্ধমে ওপেন
করলেই হবে ।

ধরেন আপনার পিসি তে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা আছে ।

এখন ফাইল টা সেভ করার পর ওপেন করতে গেলে বলবে এটা কিসের দ্বারা ওপেন করব?তখন আপনি
মজিলা সিলেক্ট করে দিবেন ।

৯। ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলে নিচের মত পেজ আসবে ।

১। এবার ওই পেজ এর লাইন গুলোর মদ্ধে যেই লাইন এ .apk এই লেখাটা আছে সেই লাইন
পুরোটা সিলেক্ট করে কপি করুন । এটাই আপনার ডাউনলোড লিঙ্ক

১১। এটাকে আপনি internet downloadmanager এ add url এ ক্লিক করে paste করে ok দিলেই ডাউনলোড
শুরুহয়ে যাবে ।

১২। অথবা ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে তাতে লিঙ্কটা paste করুন।এরপর enter চাপুন ।

এরপর ফাইলটি সেভ করুন।এরপর ফাইলটা মোবাইল এ নিয়ে ইন্সটল করে ফেলুন ।

Microsoft office ব্যবহার করুন আপনার Android এ মোবাইলে

আমরা সবাই Microsoft office ব্যবহার করি বা করেছি কিন্তু তা আমাদের Windows PC তে ।

তবে বর্তমানে Android এর ব্যবহার বেড়েই চলেছে তাই Microsoft তাদের এই Software টি নিয়ে এসেছে Android এর জন্য 

আপনি Google Play থেকে হয়ত Download করতে পারবেন না কারন সামান্য কয়েকটি Device ই এটি ব্যবহারের অনুমতি পেয়েছে

তবে Free Download Link থেকে Download করে আপনি রাস্তা ঘাট আর পথে প্রান্তরে আপনার Word বা Excel বা power point এর কাড শেষ করে ফেলতে পারবেন

DOWNLOAD HERE


আপনার অ্যান্ড্রয়েড সেটের RAM বাড়িয়ে নিন খুব সহজে

RAM যত বেশি হয় ফোন তত দ্রুত গতিতে কাজ করতে পারে। RAM বেশি থাকলে খেলতে পারবেন দারুণ সব বড় বড় HD গেমস । কথা না বাড়িয়ে কাজে চলে আসি। RAM বাড়াতে আপনার যা যা লাগবে :
প্রথমত,
1 টা Class 8 / 10 Micro SDCard (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে)

দ্বিতীয়ত, 2 টা Apps (Busy Box Pro apps এবং Ram Expender).

RAM বাড়াতে হলে আপনার ফোনটি অবশ্যই Root করে নিতে হবে।
ফোন কিভাবে রুট করতে হয় তা জানতে আমার পূর্বের পোস্টটি দেখুন
1 . ১ম এ“Busy Box Pro” app টা ডাউনলোড করে আপনার সেটে ইন্সটল করুন “Busy Box Pro”
ডাউনলোড করতে এখানেক্লিক করুন
তারপর app  টি ওপেন করুন ।

ধাপ 2.  Install লেখা অপশন এ টাচ করে ক্লিক করুন ।
Install Type এ Normal Install ক্লিক করুন ।
Super User permission চাইলে Grant /Accept করুন ।
Installকরা শেষ হলে বের হয়ে যান।
ধাপ 

3. এখন আপনাকে “Ram Expander” app টা নিয়ে কাজ করতে হবে।
“Ram Expander”
ডাউনলোড করতে এখানে্লিক করুন ।
ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন ।
Super User permission চাইলে Grant / Accept করুন ।

ধাপ 
4.  এখন  “Swap File” লেখা অপশনে ক্লিক করুন ।
Swap File তৈরির আগে app টির Settings
এর “ SD CARD Director” তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে   পারেন. না  করলে app নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।ধাপ 

5.  Swap File এ ক্লিক করলে একটা বক্স আসবে এখানে কত mb RAM বাড়াতে চান তা লিখুন।
আপনার সেটে যা RAM দেয়া আছে তারসমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না
যদি আপনার সেটের RAM 512mb হয় তাহলে আপনি512 mb / 1GB RAM বাড়াতে পারবেন ।
আপনার মেমোরি কার্ড যদি 4 জিবি হয় তবে সর্বচ্চ 512 আর 8 জিবি হলে সর্বচ্চ 850 সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন ।

ধাপ  6.  “Swappiness” লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে50 লিখুন । আপনি 0 থেকে 100 যেকোন মান ব্যবহার করতে পারেন। 0 দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না ।
মান যত বাড়াবেন RAM তত বেশি বাড়বে। আমি 50 বা ডিফল্ট দিয়ে ব্যবহারকরছি

ধাপ  7. MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যাইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে ।

ধাপ  8. এবার এপসটির উপরে “Swap active” লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে । এই সময়ে অন্য কোন কাজ করবেন না । এ সোয়াপ ফাইল তৈরি হলে আপনার RAM বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত RAM হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে।

ধাপ  9. কাজ শেষ হলে SD Card এর স্পিড দেখাবে ।
এবার app টি Close করে বের হয়ে যান ।
এখন “Notify Icon” ও “Autorun” অপশন 2 টায় টিক দিয়ে দিন ।
আপনার সব কাজ শেষ ।App টির নিচের দিকে গ্রাফ আকারেRAM এর Status দেখাবে । আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে, Swap RAM কত আর কতটুকু খালি আছে আলাদা আলাদাভাবে দেখতে পাবেন এখানে । সবশেষে দেখতে পাবেন মোট RAM কত আর কতটুকুই বা খালি আছে।

সতর্কতা  :1. Class 8 / 10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আপনি যদি বাড়ানও তাতে কোন উপকার হবে না।

2. সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।

3. মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইলতৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেননা।

4. সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর app টিতে ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে

5. এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার ।

Monday, August 18, 2014

আপনার এ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম মেমোরি বাড়িয়ে নিন এখনি

আমরা যারা এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের সবারই একটি সাধারন সমস্যা হলো এর সিস্টেম মেমোরী কমে যাওয়া ।

এতে করে মোবাইল ধীর গতির হয়ে যায়  যা খুবই বিরক্তির,

মনে হয় এ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনলাম ?

অনেকে এই সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন এ্যাপস ডাইনলোড করে মোবাইলের ডাউনলোডকৃত এ্যাপস গুলোকে SD Card-এ লিংক করে দেন অথবা তাতে ট্রান্সফার করে থাকেন,

কিন্তু তাতে কি সিস্টেম মেমোরী খুব একটা খালী হয় ? আর খালী হলেও সময়ের ব্যবধানে তা আবার ভরে ওঠে

তাহলে সমাধান কি ?

কিছু এ্যাপস্ ডিলিট করে দেওয়া ? গ্যারান্টি দিচ্ছি, তাতেও কোন সমাধান হবে না,বরং এতে হয়তো আপনার প্রয়োজনীয় কোন এ্যাপই ডিলিট করে আপসোস করতে হতে পারে ।

আসুন তবে এবার আসল সমাধানের দিকে। আসস্ত করছি,এটা আমি নিজে Samsung galaxy GT-S5830i তে ট্রাই করে ১০০% সফল হয়েই এই পোস্ট করছি

আর হ্যা,আপনাদেরকে এর জন্য নতুন কোন এ্যাপ ডাউনলোড করতেও হবে না,যদি না আপনার ফোনটি রুট করা থাকে, আর সাথে একটি ভালো ফাইল ম্যানেজার থাকে,যা দিয়ে সিস্টেম ফাইলও রিমুভ করা যায় ।

আপনাদের যাদের ফোন রুট করা আছে, তারা ফাইল ম্যানেজার ওপেন করে সিস্টেম মেমোরীতে প্রবেশ করুন ।

সেখানে data নামে একটা ফোল্ডার পাবেন,ঐ ফোল্ডার-এর ভেতর  log নামে আরেকটা ফোল্ডার পাবেন ।

এই log ফোল্ডারের ভেতর যা আছে তার সব ডিলিট করে দিন ।
( সাধারনত log ফোল্ডারের ভেতর যেসব ফাইল থাকে তাদের নাম হয় এরকম-dumpstate_app... আশা করি ফোল্ডারটি খুঁজে পেতে আপনাদেরখুব একটা সমস্যা হবে না।)

ব্যাস কাজ শেষ।

এবার সিস্টেমস্টোরেজ চেক করে দেখুন ।

Warning!!: রুটফোল্ডারে সাবধানে কাজ করবেন।যাতে আবার প্রয়োজনীয় কোন কিছুনা ডিলিট হয়ে যায় ।

যাদের রুট করা নাই তাদের জন্য কেবলই আপসোস করুন,নয়তো ফোনটি সাহস নিয়ে রুট করে ফেলুন ।

এন্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করুন আপনার কম্পিউটারে

আমাদের অনেকের এন্ড্রয়েড মোবাইলের ভার্সন কম থাকায় অনেক দরকারি সফটওয়্যার ডাউনলোড করতে পারিনা যেটা আমাদের একটা খুবই অসুবিধার কারন   

কিন্তু এখন আপনার একটি কম্পিউটার থাকলেই আপনি সেই সমস্যা দূর করতে পারেন

আপনি ইচ্ছে করলেই যেকোনো এন্ড্রয়েড সফটওয়্যার আপনার কম্পিউটারে চালাতে পারেনা

এর জন্য আপনাকে শুধুমাত্র একটি এন্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করলেই হয়ে যাবে

ইমুলেটর টি নিচ থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন এরপর এন্ড্রয়েডের মজা ভালো ভাবে উপভোগ করুন

ইমুলেটরটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন    Bluestacks


Monday, June 9, 2014

এবার জাভার গেম খেলুন আপনার এ্যাড্রয়েড ফোনে

এবার আপনার এ্যান্ড্রয়েড ফোনে খেলুন জাভা গেম । শুধু মাত্র একটি ছোট্ট সফ্টওয়ার দিয়ে । সফ্টওয়ারটি ডাউনলোড করুন  এখান থেকে 

নিচে কয়েকটি গেমও দেওয়া হল

NOVA 3
download

asphalt 6
download

modern combat 4
download
iron man 3

download

জেনে নিন আপনার এন্ড্রয়েড ফোন হারিয়ে গেলে আবার ফিরে পাবার উপায়

অনেক সময় আমাদের প্রিয় এ্যাড্রয়েড ফোনটি হারিয়ে গেলে আমাদের খুব মন খারাপ হয়ে যায় ।

অনেকে আবার দুঃখে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ।

আজ আমি আপনাদের একটি পরামর্শ দিবো যেটার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনটি আবার ফিরে পেতে পারেন ।

সেইজন্য নিচের স্টেপ অনুযায়ী কাজ করুন ।

STEP»»

1) প্রথমে আপনার ফোনের setting এ যান >location and security > sim change aleart  এখানে click করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিন

2) তারপর নিচে দেখুন sim change alert এর নিচ দেখুন alert message recipient অপশেন আছে এখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে ঢুকুন

3) তারপর এখনা আপনার পরিচিত কিছুজনের মোবাইল নম্বর দিন এবং ম্যাসেজ বক্সে কিছু লিখে দিন
( যেমন " This is wrong sim " ) তারপর সেখান থেকে  সেভ করে বেরিয়ে আসুন ।

এবার আপনার কাজ শেষ ।

এবার যদি কেউ আপনার মোবাইল চুরি করে সে যখন তার সিম আপনার মোবাইলে ঢোকাবে তখন আপনি যে পরিচিত লোকের নাম্বার সেভ করেছিলেন তাদের নম্বরে সেই সিমের নাম্বার থেকে ম্যাসেজ চলে যাবে ।

এখন আপনি তার নাম্বার নিয়ে তাকে ধরে ফেলুন ।

আসাকরি সকলে বুঝতে পেরেছেন । অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন । সকলে ভালো থাকুন ধন্যবাদ ।

Sunday, June 8, 2014

গুগল প্লে স্টোরের পেড সফটওয়্যার গুলি ডাউনলোড করুন ফ্রিতে

হ্যালো ফ্রেন্ডরা কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন

আজ আমি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো

অনেক সময় আমাদের অনেক দরকারি সফটওয়্যারের প্রয়জন হয় কিন্তু প্লে স্টোরে সেগুলি টাকা দিয়ে কিনতে হয় বলে আমরা সেটা ইনস্টল করতে পারিনা

তাই আজ আপনাদের সাথে কিভাবে এই ধরনের সফটওয়্যার গুলি ফ্রিতে ডাউনলোড করবেন সেই বিষয়ে আলোচনা করবো

এখন আপনি  google ply স্টোরের সমস্ত পেড সফটওয়্যার  গুলি ফ্রিতে ডাউনলোড করতে পারেন

শুধুমাত্র একটি ছোট্ট সফ্টওয়ার এর মাধ্যমে। সফটওয়্যারটির নাম হলো Blackmart Alpha

সফটওয়্যারটি নিচ থেকে ডাউনলোড করে নিন তারপর ইনস্টল করে  প্লে স্টোরে যে সফটওয়্যারটি পেড সফটওয়্যার সেটির নাম লিখে সার্চ দিন এবং ডাউনলোড করে নিন

এখান থেকে ডাউনলোড করুন  Blackmart Alpha


Image result for blackmart apk download

Saturday, June 7, 2014

এন্ড্রয়েড কে ভাইরাস এরহাত থেকে বাঁচাতে জরুরী কিছু টিপস

রনত ওপেন সোর্স কিছু আপ্পস এর মাদ্ধমে ভাইরাসঢুকতে পারে(পেইড আপ্পস দ্বারা ওএটি ঘটা সম্ভব)। আমরা প্রায় ই গুগলপ্লে ব্যাতীত বিভিন্ন ওয়েবসাইটথেকে আপ্পস ডাউনলোড করি। এগুলতেওথাকতে পারে ম্যালওয়ার! এখানে গুরুত্বপূর্ন  কিছু  টিপসআছে যেগুলো আপনাকে এসব ভাইরাস এরহাত থেকে বাচতে সহায়তা করবে।
১। যে অ্যাপসম্পর্কে জানেননা সেটি ইন্সটল করবেন না অপরিচিত কেউ কোন খাবার দিলে যেমনআপনি খান না, তেমন ই অপরিচিত কোনঅ্যাপ ইন্সটল করবান না।বর্তমানে হ্যাকাররা ইমেইল, ম্যাসেজ প্রভৃতিরমাধ্যমে তাদের তৈরী অ্যাপ ইন্সটল করার জন্য ম্যাসেজ পাঠায়।যেটি সম্পর্কে আপনি সিওরনা সেটি ইন্সটল করতে জাবেন না। এমন ওহতে পারে অই অ্যাপ দ্বারাই আপনার সকলতথ্য হাতিয়ে নিয়ে যাবে হ্যাকার।
২। গুগল প্লে বা বিশ্বাসযোগ্য অ্যাপস্টোর হতে অ্যাপ ইন্সটল করুনআপনি সাধারনত কোথা থেকে খাবারকিনবেন? ফুটপাথ থেকে নাকি ফ্রিজ এরাখা নিরপদ কোন দোকান থেকে?অবশ্যই নিরাপদ দোকান থেকে। তেমন অ্যাপ ডাউনলোড করুন গুগলপ্লে কিনবা নিরাপদ কোনো অ্যাপস্টোর থেকে( Amazon App Store ওখারাপনা) তারা প্রতিটা অ্যাপআলাদা ভাবে চেক করে। তাই স্বভাবতই এ অ্যাপ স্টোর গুলো অনেক নিরাপদ।
৩। “Install from unknownsources” – অফ রাখুনInstall from unknown sourcesমানে ভেরিফাইড অ্যাপ স্টোর ব্যাতীতঅন্য কোনো স্থান থেকে অ্যাপ ইন্সটল করা যাবে। কিন্তু এতে অনেকসিক্যুরিটি রিস্ক থাকে। এবং VerifyApps এমার্ক করে রাখুন। এতে যে কোন অ্যাপইন্সটল করার আগে নেট থেকে অ্যাপসম্পর্কে আপনার ডিভাইস নিশ্চিত হবে।
৪। অ্যাপ ইন্সটল করারআগে permissions গুলো পড়ুনUnwanted অ্যাপ থেকে বাঁচারসবচেয়ে ভালো উপায় এটি। Permissionsগুলো পড়লেই বুঝবেন এই অ্যাপ টি আপনারডিভাইস এর কি কি অ্যাক্সেস করতে পারবে। যদি মনে করেন এটি এমনকিছুর অ্যাক্সেস চাইছে যার সাথে এরকাজের কোনো সামঞ্জস্য নেই, অইঅ্যাপ ইন্সটল না করাই ভাল