Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Monday, November 20, 2017

লগ আউট করে দিন আপনার দোস্ত এর মোবাইলে লগ ইন থাকা আপনার ফেসবুক একাউন্ট

হ্যালো ফ্রেন্ডরা আজ আমি আপনাদের শিখাব কি করে আপনার মোবাইলথেকে Log Outকরে দিবেন

কারো মোবাইল অথবা কম্পিউটারে Log In থাকা আপনার Facebook Account টি। 

দরুন আপনি আপনার বন্দুর মোবাইল দিয়ে অথবা বন্দুর কম্পিউটার দিয়ে আপনার Facebook ID Log Inকরে Facebook Use করতেছেন হঠাৎ বন্দুর মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, মোবাইল Off হয়ে গেল অথবা কম্পিউটার দিয়ে Facebook Use করার সময় কারেন্ট চলে গেল কিন্তু আপনার Facebook ID টা Log Out করতে পারলেন না

তখন কি হবে আপনার বন্দু পরে মোবাইল চার্জ দিয়ে অথবা কারেন্ট আসলে কম্পিউটার On করে যখন Facebook এ ডুকবে তখন আপনার ID টাই Log In পাবে আর বন্দু যদি Facebook ID Log In পায় তাহলে সে কি কি করতে পারে সে চাইতে ভাল আর কে জানে।

তখন আপনি কি করবেন ?
যদি এমন হয় আপনার মোবাইল থেকে আপনার Facebook ID Log In করে আপনার বন্দুর মোবাইলে অথবা বন্দুর কম্পিউটারে আপনার Log In থাকা Facebook ID Log Out করা যায় তাহলে কেমন হয় ?

খুব মজা হবে না ?
হ্যা এইটাও সম্ভব তাহলে আসেন দেখি কি ভাবে এইটা করা যায়।
পরীক্ষা মূলক ভাবে দেখতে চাইলে নিচের নিয়ম অনুযাযী কাজ করেন আপনার যদি ২টা মোবাইল থাকে অথবা ১টা কম্পিউটার থাকে তাহলে যে কোন ১টা তে আপনার Facebook ID Log In করে রেখে দিন। ধরুন আপনি আপনার কম্পিউটারে আপনার Facebook ID Log In করে রাখছেন।

এখন আপনার কম্পিউটারে Log Inথাকা Facebook ID টা আপনার মোবাইলে Log In করেন&পরের Stepগুলা Follow করেন আপনার Facebook Account এর একেবারে নিচে গিয়ে Settings এ ক্লিক করেন তারপর Security তে ক্লিক করেন তারপর Active Sessions এ ক্লিক করেন আর এখানেই আপনার আসল কাজ!এখানে ৩টা অপশন পাবেন:-

১.Your Active Sessions....

২.Current Session....

৩.Last Accessed...

২ নাম্বার Current Session অপশন টায় বুঝায় এখন আপনার মোবাইলে Log In আছে আপনার Facebook ID আর ৩ নাম্বার Last Accessed অপশনটায় বুঝাবে আপনার কম্পিউটারে Log In থাকা আপনার Facebook ID এবার Log Out এর পালা কি ভাবে Log Out করবেন আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারে Log In থাকা আপনার Facebook ID তাহলে দেখেন ওখানে Last Accessed নামে যে অপশন টা আসে তার ডান দিকে দেখেন ১টা ছোট বক্স আছে বক্স টার উপর ক্লিক করেন তারপর নিচে Remove Selected এ ক্লিক করেন Page Load হয়ে আশার পর দেখেন বক্স টি আর নেই মানে আপনার কম্পিউটারে Log In থাকা Facebook ID টি Log Out হয়েগেছে

এবার আপনার কম্পিউটার থেকে Facebook এ ডুকে দেখেন আপনার Log In থাকা Facebook ID টি Log Out হয়ে আছে।
ঠিক এই ভাবে Log Out করে দিন আপনার বন্ধুর মোবাইলে অথবা কম্পিউটারে Log In থাকা আপনার Facebook IDটি। ভাল থাকুন।

Friday, February 20, 2015

জেনে নিন কিভাবে আপনি ফেসবুকে সবসময় না থেকেও ফেসবুকে অনলাইনে আপনাকে সবসময় দেখাবে

আজ আমি আপনাদের সাথে একটি খুব সুন্দর জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা হয়তো সকল ফেসবুক প্রেমিরা এইরকম কিছু একটা চাইছিলেন

আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সবসময় ফেসবুকে না থেকেও ফেসবুকের অনলাইনে আপনাকে সবসময় দেখাবে

কি অবাক হলেন তো এটা কিভাবে সম্ভব

নিশ্চয় সম্ভব

আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এইরকম পোস্ট আপনি কখনো দেখেননি কারণ আমি নিজে এটা আবিষ্কার করেছি

আমি কিছুদিন হলো একটি অ্যাপ নামিয়েছি যেটা থেকে আমি এটা বুজতে পারলাম যে কিভাবে ফেসবুকে সবসময় না থেকেও ফেসবুকে অনলাইনে সবসময় থাকা যায়

কিন্তু এই অ্যাপটির উদ্দেশ্য এটা ছিলো না উদ্দেশ্য ছিলো অন্য কিছু তাই আপনাদের সাথে অ্যাপটি শেয়ার করলাম

সে যায় হোক অনেক কথাই বলে ফেললাম কিছু মনে করবেন না

এবার আসি একদম কাজের কথাই মন দিয়ে দেখুন

অ্যাপটির নাম:- im+ pro

অ্যাপটির সম্পর্কে:- সত্যি বলতে এই অ্যাপটি বানানো হয়েছে অনেক গুলি সোস্যাল মিডিয়া সাইটের চ্যাট একসঙ্গে এই অ্যাপটির মাধ্যমে করার জন্য

কিন্তু আমি আপনাকে দেখাবো কিভাবে সবসময় আপনি ফেসবুকে না থেকেও ফেসবুকে অনলাইনে সবসময় আপনাকে দেখাবে

প্রথমে অ্যাপটি এখান থেকে নামিয়ে নিন
     ডাউনলোড

অ্যাপটির সম্পর্কে :-

১) প্রথমে অ্যাপটি উপর থেকে নামিয়ে ইন্সটল দিন

২) তারপর ওপেন করুন

৩) এবার ওপেন করে দেখুন অনেক সোস্যাল মিডিয়া সাইটের লোগো দেওয়া আছে সেখান থেকে ফেসবুকে ক্লিক করুন এবং আপনার ফেসবুকের ইমেইল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

৪) আপনার কাজ আশি ভাগ শেষ হয়ে গেছে এবার আপনি লগইন করার পর দেখুন একটি contact নামে অপশন আছে সেখানে গিয়ে আপনার status অফলাইন থাকবে সেটাকে অনলাইন করে দিন ব্যাস আপনার কাজ খতম
এবার দেখুন আপনার বন্ধুর মোবাইল বা কম্পিউটার থেকে আপনি ফেসবুক না করলেও আপনাকে অনলাইনে দেখাচ্ছে

এছাড়াও আপনি এই সামান্য ছোটো অ্যাপটি থেকে আরও অনেক কিছু করতে পারবেন

যেমন
১) এখান থেকে সরাসরি ফেসবুকে চ্যাট করতে পারবেন

২) ফেসবুকে কেউ আপনাকে ম্যাসেজ দিলে সেটা খুব দ্রুত আপনাকে দেখিয়ে দিবে

৩) এছাড়া আপনি এখান থেকে অন্য আরও অনেক সোস্যাল মিডিয়া সাইটে চ্যাট করতে পারবেন

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন
সবাই ভালো থাকুন ধন্যবাদ .

Friday, January 30, 2015

জেনে নিন ফেসবুকের কয়েকটি Funny টিক্স

নীল কমেন্ট: @@+[0:[0:9:আপনি যা লিখতে চান]]
হ্যাশ কমেন্ট: #+আপনি যা লিখতে চান
নাম মেনশন: @+[আইডি কোড:]
ফাঁকা স্ট্যাটাস: @+[0:]
*রঙিন বর্ণ লিখতে: [+[f9.ch*]]আপনি এইখানে * এরজায়গায় a-z পর্যন্ত লিখতে পারবেন।।
।আর যদি এরকম বর্ণ দিয়ে একটি শব্দলিখতে চান তবে পরপর স্পেস দিয়ে আরো লিখুন
*Continue Reading এর মাঝে পেজ এর লিংকদিতে: @+[পেজ কোড:] আপনার ছোটএকটি স্ট্যাটাস @@+[0:[পেজকোড:1:Continue ReadinG]]...
সবগুলো ট্রিক্স থেকে + টা রিমুভ করে কমেন্ট করুন।

Tuesday, December 16, 2014

ফেসবুক ফটো ভেরিফিকেশন এড়িয়ে চলুন খুব সহজ পদ্ধতিতে

ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন ।

আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে ।

এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে

যাই হোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে ।

তাই ভেরিফিকেশন চাওয়ার আগেই এই ছোট্ট কাজটি করে রাখুন তাহলে আপনাকে আর ভেরিফিকেশন দিতে
হবেনা ।

প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান ।

তারপর Security অপশনে প্রবেশ করুন সেখান থেকে Trusted Contacts এ যান ।

তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন ।

সেখানে আপনী আপনার তিন/পাচঁ জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে)

তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verificationকরতে হবে ।

তারপর Confirm এ ক্লিক করুন ।

ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত ।

ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুবসহজে সমাধান করতে পারবেন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

ফেইসবুকে Subscription বাটান লাগান আপনার ফেসবুক প্রোফাইলে

আমাদের সবার ই একটা ফেইসবুক আইডি আছে ।

টাইমলাইনের পর ফেইসবুকে এবার যুক্ত হয়েছে  subscription  বাটন কিন্তু সবার আইডিতে এটা যোগ হয়নি ।

আর এই বাটনেরকি সুবিধা তা আমরা প্রায় সবাই জানি ।

যেহেতু সবার আইডিতে এই বাটনটি যোগ হয়নি তাই আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অতি সহজে আপনার আইডিতে এই বাটনটি যোগ করবেন ।

আগেই বলে রাখি এই বাটনটি পেতে হলে আপনার বয়স ১৮+হতে হবে ।

প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন করুন ।

তারপর একটি নতুন ট্যাব খুলুন এবং এই লিংকে প্রবেশ করুন
    এখানে

এবার আপনি পৌঁছে যাবেন subscription সেটিংসে ।

এবার সিলেক্ট করে নিন আপনি কি কি আপডেট সবার সাথে শেয়ার করতে চান ।

এরপর পেজের নিচে দেখবেন লেখা আছে Allow Subscribers

এখানে থেকে ক্লিক করুন

এরপর একটি নিউ পেজে আসবে এখানে আপনি আপনের সেটিংসগুলো পেয়ে যাবেন ।

এখানে থাকবে এটা বন্ধ করার অপশন , কারা কমেন্ট করতে পারবে এবং কাদের নোটিফিকেশন আপনি চান ।

যেহতু আপনি subscription button enable করবেন তাইএটাকে Everyone টিক দিযে সেভ করুন ।

ব্যাস অপনার কাজে শেষ ।

আপনার আইডিতে যোগ হয়ে গেল subscription বাটন ।

এবার যে আপনাকে Frnd request পাঠাবে সে অটোমেটিক ভাবে subscribe হযে যাবে !

ওহ একটা কথা কিভাবে এই subscriber থেকে স্টাটাস হাইড ও শেয়ার করবেন করবেন ?

এটা সবার ই জানে তাও বলছি স্টাটাস শেয়ার সময় দেখবেন শেয়ার বাটনের পাশে লেখা আছে Public এটাতে ক্লিক করুন ।

ক্লিক করার পর দেখবেন যে এইরকম লিস্ট দেখাচ্ছে
friends/friends of
friends/custom/onlyme/
or list । Subscribers দের সাথে শেয়ার করার জন্য এটাকে Public করে দিন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।