Tuesday, December 16, 2014

ফেইসবুকে Subscription বাটান লাগান আপনার ফেসবুক প্রোফাইলে

আমাদের সবার ই একটা ফেইসবুক আইডি আছে ।

টাইমলাইনের পর ফেইসবুকে এবার যুক্ত হয়েছে  subscription  বাটন কিন্তু সবার আইডিতে এটা যোগ হয়নি ।

আর এই বাটনেরকি সুবিধা তা আমরা প্রায় সবাই জানি ।

যেহেতু সবার আইডিতে এই বাটনটি যোগ হয়নি তাই আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অতি সহজে আপনার আইডিতে এই বাটনটি যোগ করবেন ।

আগেই বলে রাখি এই বাটনটি পেতে হলে আপনার বয়স ১৮+হতে হবে ।

প্রথমে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগইন করুন ।

তারপর একটি নতুন ট্যাব খুলুন এবং এই লিংকে প্রবেশ করুন
    এখানে

এবার আপনি পৌঁছে যাবেন subscription সেটিংসে ।

এবার সিলেক্ট করে নিন আপনি কি কি আপডেট সবার সাথে শেয়ার করতে চান ।

এরপর পেজের নিচে দেখবেন লেখা আছে Allow Subscribers

এখানে থেকে ক্লিক করুন

এরপর একটি নিউ পেজে আসবে এখানে আপনি আপনের সেটিংসগুলো পেয়ে যাবেন ।

এখানে থাকবে এটা বন্ধ করার অপশন , কারা কমেন্ট করতে পারবে এবং কাদের নোটিফিকেশন আপনি চান ।

যেহতু আপনি subscription button enable করবেন তাইএটাকে Everyone টিক দিযে সেভ করুন ।

ব্যাস অপনার কাজে শেষ ।

আপনার আইডিতে যোগ হয়ে গেল subscription বাটন ।

এবার যে আপনাকে Frnd request পাঠাবে সে অটোমেটিক ভাবে subscribe হযে যাবে !

ওহ একটা কথা কিভাবে এই subscriber থেকে স্টাটাস হাইড ও শেয়ার করবেন করবেন ?

এটা সবার ই জানে তাও বলছি স্টাটাস শেয়ার সময় দেখবেন শেয়ার বাটনের পাশে লেখা আছে Public এটাতে ক্লিক করুন ।

ক্লিক করার পর দেখবেন যে এইরকম লিস্ট দেখাচ্ছে
friends/friends of
friends/custom/onlyme/
or list । Subscribers দের সাথে শেয়ার করার জন্য এটাকে Public করে দিন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

No comments:

Post a Comment