Tuesday, December 16, 2014

আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিন নোটপ্যাডের মাধ্যমে ! ! ! !

আজ আমি আপনাদের একটি ছোট্ট টিপস জানাবো যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের র্যাম খালি করে আপনার কম্পিউটারকে গতিশীল বানাবেন

আপনি এক ক্লিক করে আপনার কম্পিউটারের র্যাম ক্লিন করতে পারবেন এবং কম্পিউটারের গতিকে ধরে
রাখতে পারবেন ।

এই জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে ।

প্রথমে আপনি নোটপ্যাডের কাজ টি করার আগে নিচের এই টিপসটি অনুসরন করুন ।

My Computer ওপেন করে Tools এ যান এবং Folder options এ ক্লিক করুন ।

এবার যে উইন্ডো আসবে তাতে View তে ক্লিক দিয়ে “Hide extension for known file type” টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন ।

এবার নোটপ্যাডের কাজ কিভাবে করতে হবে দেখে নিন প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করুন এবং তাতে লিখুন

mystring=(80000000)

এবং ডেস্কটপে সেভ করুন RAM. Vbe নামে ।

এবার আপনি যখনই সময় পাবেন RAM. Vbe নামের ফোল্ডার টি তে ক্লিক করে র্যাম কে ক্লিন করে প্রায় ৮০% গতি বৃদ্ধি করে নিন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

1 comment:

  1. Thankfulness to my father who stated to me about this
    web site, this blog is really awesome.

    ReplyDelete