Tuesday, December 16, 2014

কম্পিউটার কবে কিনেছিলেন তারিখ টি বের করে নিন এখুনি

কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই !তো কোন সমস্যা নেই ।

এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তা হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা
হয়েছিল তার ডেট জানা ।...

আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই ।

কিন্তু অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে ।

যখন কোনো পুরাতন কম্পিউটার কিনি বা অন্য কোনো কাজে খুব দরকার হয় তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই
কম্পিউটার-এর মাধ্যমে জানা যায় ।

কিভাবে জানা যায় এবার তা দেখুন ।

প্রথমে যান—

1.Start

2.All Program

3.Accessories

4.System Tools

5.System Information—

এ ক্লিক দিন ।

তারপর একটি ডায়ালগ বক্স আসবে ।

উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date - এ দেখুন ।

ব্যাস ওকে ।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে-

1.Control Panel

2.All Control Panel

3.Items Performance

4.Information and Tools

5.Advanced Tools – থেকে

6.View Advanced System Details in System information

এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন  অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

No comments:

Post a Comment