ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন ।
আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে ।
এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে
যাই হোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে ।
তাই ভেরিফিকেশন চাওয়ার আগেই এই ছোট্ট কাজটি করে রাখুন তাহলে আপনাকে আর ভেরিফিকেশন দিতে
হবেনা ।
প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান ।
তারপর Security অপশনে প্রবেশ করুন সেখান থেকে Trusted Contacts এ যান ।
তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন ।
সেখানে আপনী আপনার তিন/পাচঁ জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে)
তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verificationকরতে হবে ।
তারপর Confirm এ ক্লিক করুন ।
ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত ।
ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুবসহজে সমাধান করতে পারবেন ।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।
আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে ।
এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে
যাই হোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে ।
তাই ভেরিফিকেশন চাওয়ার আগেই এই ছোট্ট কাজটি করে রাখুন তাহলে আপনাকে আর ভেরিফিকেশন দিতে
হবেনা ।
প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান ।
তারপর Security অপশনে প্রবেশ করুন সেখান থেকে Trusted Contacts এ যান ।
তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন ।
সেখানে আপনী আপনার তিন/পাচঁ জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে)
তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verificationকরতে হবে ।
তারপর Confirm এ ক্লিক করুন ।
ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত ।
ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুবসহজে সমাধান করতে পারবেন ।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।
No comments:
Post a Comment