Sunday, October 12, 2014

Android এর যেকোন paid apps, games নামান খুব সহজে

Android সেট এ অনেক Apps,Games আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় ।

কিন্তু আমাদের অনেকের পক্ষে কিনা সম্ভব না,বা কিনার পদ্ধতিটা অনেকের কাছে বোধগাম্য না ।

তাই বলে কি তারা paid apps নামাবে না ?

তাদের জন্য ছোট্ট একটা পদ্ধতি নিয়ে এসেছি ।

অনেকেই হয়ত আগের থেকেই জানেন, তবে অনেকের কাছে নিয়মটা অজানা ।

চলুন এক ঝলকে দেখে ফেলি পদ্ধতিটা

১। প্রথমে http://www.google.com এ যান । এরপর play store এ ঢুকুন ।

২। এরপর play store থেকে যেকোন paid apps, বা paid games সিলেক্টকরুন ।

ধরুন এখানে office suite pro 7 সিলেক্ট করেছি যার দাম ৯.৯৯ ডলার ।

৩। এরপর apps টির নাম কপি  করুন ।

৪। এবার aptoide.com এই ঠিকানায় ঢুকুন ।

৫। এবার সার্চ অপশন এ গিয়ে যেই apps টি নামাবেন সেটার নামটি paste করুন ।

৬। দেখুন আপনাকে result show করতেছে  এরপর এতে ক্লিক করুন ।

৭।এরপর নিচের মত পেজ আসবে ।

এরপর install এ ক্লিক করুন ।

৮।এরপর আপনাকে সেভ করতে বলবে ।

আপনি যদি ফাইলটি সেভ করেন তাহলে ওপেন করার সময় আপনাকে জিজ্ঞাসা করবে এটাকে কি দ্বারা ওপেন করব ?

তখন আপনি যেকোন একটা ব্রাউজার এর মাদ্ধমে ওপেন
করলেই হবে ।

ধরেন আপনার পিসি তে মজিলা ফায়ারফক্স ইন্সটল করা আছে ।

এখন ফাইল টা সেভ করার পর ওপেন করতে গেলে বলবে এটা কিসের দ্বারা ওপেন করব?তখন আপনি
মজিলা সিলেক্ট করে দিবেন ।

৯। ব্রাউজার এর মাদ্ধমে ওপেন করলে নিচের মত পেজ আসবে ।

১। এবার ওই পেজ এর লাইন গুলোর মদ্ধে যেই লাইন এ .apk এই লেখাটা আছে সেই লাইন
পুরোটা সিলেক্ট করে কপি করুন । এটাই আপনার ডাউনলোড লিঙ্ক

১১। এটাকে আপনি internet downloadmanager এ add url এ ক্লিক করে paste করে ok দিলেই ডাউনলোড
শুরুহয়ে যাবে ।

১২। অথবা ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে তাতে লিঙ্কটা paste করুন।এরপর enter চাপুন ।

এরপর ফাইলটি সেভ করুন।এরপর ফাইলটা মোবাইল এ নিয়ে ইন্সটল করে ফেলুন ।

No comments:

Post a Comment