Saturday, December 27, 2014

এ্যান্ড্রয়েড সেটকে ব্যবহার করুন কম্পিউটারের মডেম হিসাবে আর দুমদাম নেট করুন

এখন আপনি আপনার এনড্রয়েড সেটকে ব্যবহার করতে পারেন মডেম হিসেবে

এই পদ্ধতির মাধ্যমে আপনি USB ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ, ডেক্সটপ উভয় ধরনের কম্পিউটারেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।

এর জন্য আপনাকে নিচের ধাপ অনুসরন করতে হবে

1) প্রথমে আপনার হ্যান্ডসেটের settings অপশনে যান । নিচের দিকে দেখুন developeroption অপশন  আছে সেটা চালু করুন

এরপর ওই অপশনের ভেতর usb dibugging অপশন চালু করুন ।

২) এখন আপনার কম্পিউটারের জন্য PDA NET নামে ছোট একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে

সাইজ মাত্র আড়াই এমবি এবং মোবাইল থেকেও ডাউনলোড করা যায়।।

সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এটা এখন মোবাইল থেকে কম্পিউটারের ভেতর ট্রান্সফার করে কম্পিউটারে ইনস্টল করুন ।

3) ইনস্টলের শেষ হলে আপনার মোবাইলটি কম্পিউটারের সঙ্গে USB এর সাহায্যে যুক্ত করতে বলবে ।

এর জন্য ইনস্টলের শুরুতেই মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু করে USB ক্যাবল দিয়ে কম্পিউটারে যুক্ত করুন

4) আপনার মোবাইলে PDA NET নামে একটি APP অটোমেটিক ইনস্টল হবে সেটি চালু করে USB teether mode চালু করুন ।

5) কম্পিউটারের PDA net সফটওয়ারে গিয়ে connect internet এদেওয়া মাত্র    ইন্টারনেট চালু হয়ে যাবে ।

এরপর খুব নেট চালানো শুরু করুন:

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন

1 comment:

  1. এপটি ডাউনলোড করলাম। দেখি কেমন কাজ করে। সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ।
    http://bangla-pdf-books.blogspot.com

    ReplyDelete