Monday, November 20, 2017

কোন ভিডিও ইডিট এপ ছাড়াই এন্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও তে নাম লিখুন খুব সহজে

হ্যালো ফ্রেন্ডরা আজ আমি আপনাদের কে বলবো কিভাবে কোনো ভিডিও ইডিট করা সফটওয়্যার ব্যবহার না করেও আপনি যেকোনো ভিডিও তে আপনার বা আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারবেন

এর জন্য যা যা আপনাকে লাগবে   খুব   

১) kingsoft office বা office sute pro সফটওয়্যারটি এবং

২) mx player

পদ্ধতি : প্রথমে kingsoft office বা office suitepro এপ্স টি ওপেন করুন।

একটি নতুন document তৈরি করার জন্য প্রস্তত হোন।

নতুন document এ নিচের কোড টি লেখুন।
কোড :100:00:000,000 –>04:00:000,000 যা লিখতে চান তারপর document টি সেভ করুন (.txt ) ফরমেটে।

এরপর ফাইল মেনেজার এ যান।

সদ্য প্রস্তুত(.txt) ফাইল টা রিনেম করুন ।

যে ভিডিওতে লেখা দেখতে চান হুবুহ একই নামদিন ফাইল টার।

আর (.txt) কেটে দিয়ে (.srt)করে দিন।যেমন : আপনি dhoom 3.mp4 ভিডিওরসাথে নাম দেখতে চান।

তাহলে ওই document টার নাম দিন dhoom 3.srt . এরপর ভিডিও এবং (.srt ) ফাইল টা একই ফোল্ডারে রেখে বেড় হয়ে আসুন।

ব্যাস কাজ শেষ। এবার mx player এ যানএবং যে ভিডিও র জন্য ফাইল তৈরি করেছেন তা play করুন।

আর ভিডিও তে লেখা দেখুন। ধন্যবাদ।



Image result for video edit PHOTO WITH ANDROID MOBILE

No comments:

Post a Comment