Saturday, November 14, 2015

খুব সহজেই খুলে ফেলুন একটি ভেরিফাই payza অ্যাকাউন্ট

বন্ধুরা আজ আপনাদের শিখাবো কিভাবে একটি payza অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করে টাকা উত্তোলন করবেন

আপনার আশকারি সকলেই জানেন অনলাইনে কাজ করে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে payza কতটা গুরুত্বপূর্ণ

অনলাইনে যেকোনো সাইটে কাজ করে টাকা নিতে এই সাইটের প্রয়োজন হয়

ভারতে paypal সাপোর্ট করলেও বাংলাদেশে paypal সাপোর্ট করেনা তাই payza বাংলাদেশে খবই গুরুত্বপূর্ণ

তাই আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ভেরিফাই পেইজা অ্যাকাউন্ট খুলবেন

তো শুরু করা যাক :-

১. কিভাবে পেজা অ্যাকাউন্ট খুলবেন ?

i) প্রথমে এখানে ক্লিক করেন


এরপর নিচের মত পেজ আসবে, উপরে দেখবেন Sign Up লেখা আছে, সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দিলাম
Sign Up ক্লিক করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Personal ক্লিক করুন।

পেজা অ্যাকাউন্ট

এরপর যে পেজ আসবে সেখানে আপনার নাম, ই-মেইল, পাসওয়ার্ড দিলে Get Started এ ক্লিক করুন, নিচে স্ক্রীন শট দেখেন।

পেজা অ্যাকাউন্ট

তো সব তথ্য সাবমিট করলে তারা আপনার ই মেইল এ একটি ভেরিফিকেশন মেইল পাঠাবে। 
এজন্য আপনাকে ই মেইল অ্যাকাউন্ট এ যেতে হবে।
যেয়ে দেখবে Payza থেকে একটি মেইল পাবেন, সেখানে যে লিঙ্ক দেয়া থাকবে 
সেটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে যাবে।

অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয়, আপনি অনলাইনে কাজ করে টাকা Payza তে গ্রহন করতে পারবেন, কিন্তু ভেরফাই না করলে সেটা উত্তলন করতে পারবেন না, ভেরিফাই করা থাকলে টাকা বিভিন্নভাবে উঠাতে পারবেন
যেমনঃ ফ্লেক্সিলোড, ব্যাংক এর মাধ্যমে, মাস্টারকার্ডের মাধ্যমে, অথবা চেকের মাধ্যমে। 
অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনার National ID Card, Bank Statement থাকতে হবে, Bank Statement মানে আপনি ব্যাংক এ কত টাকা জমা দিয়েছেন, কত উঠিয়েছেন সেটার একটা পেপার।

তো নিচে দেখুন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।

২. কিভাবে Payza অ্যাকাউন্ট ভেরিফাই করবে?

আপনি আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করার পর নিচের মত পেজ আসবে, সেখান থেকে বাম দিকে আপনার নাম থাকবে, নামের উপর ক্লিক করে, Verification নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। নিচে স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট
তারপর নিচের মত পেজ আসবে, সেখান থেকে Document Validation এ ক্লিক করুন।
নিচে স্ক্রীন শট দিলাম, আমার অ্যাকাউন্ট ভেরাফাই করা তাই Document Validation লেখাটি নেই, লেখা আছে Document Validation Complete.

পেজা অ্যাকাউন্ট

Document Validation এ ক্লিক করার পর সেখানে আপনার National ID Card এর স্ক্যান কপি, এবং ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান কপি দিয়ে সাবমিট করুন, 
তাহলে ২৪ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরফাই হয়ে যাবে (যদিও লেখা থাকে ৫-৭ দিন লাগবে), এবং অ্যাকাউন্ট এ আপনার নামের নিচে লেখা দেখতে পাবেন “Personal Verified”. ব্যাস আপনার অ্যাকাউন্ট তো খোলা এবং ভেরিফাই করা হয়ে গেল, তো চলুন দেখি কিভাবে টাকা উঠাতে হয়।


৩. কিভাবে পেজা অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা উঠাবেন?

Payza থেকে টাকা উঠানোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, সেজন্য আপনার অ্যাকাউন্ট থেকে বাম দিকে দেখবেন Wallet লেখা আছে, সেখান থেকে Bank Accounts এ ক্লিক করুন, তারপর আপনার যেই ব্যাংক এ অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক এর অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, মোবাইল ইত্যাদি দিয়ে সাবমিট করুন, সাথে সাথেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, নিচে একটা স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট

এখন আপনার ব্যাংক তো অ্যাড হয়েই গেল, টাকা ব্যাংক এর মাধ্যমে উঠাতে পারবেন খুব সহজেই, সে জন্য আপনার অ্যাকাউন্ট থেকে Withdraw Funds এ ক্লিক করবেন, নিচে স্ক্রীন শট দেখুন।

পেজা অ্যাকাউন্ট

Withdraw Funds এ ক্লিক করার পর নিচের মত পেজ পাবেন, সেখান থেকে Bank Transfer এ ক্লিক করুন।

পেজা অ্যাকাউন্ট

তারপর নিচের মত পেজ আসবে, সেখানে আপনি আপনার টাকার পরিমান, সাধারন একটা কারন দিয়ে Next ক্লিক করবেন, এরপর আপনার অ্যাকাউন্ট এর পিন নাম্বার দিলেই টাকা ব্যাংক এ চলে যাবে, তবে ব্যাংক এ টাকা টা যেতে ৫ দিন লাগবে।

পেজা অ্যাকাউন্ট


আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে আমাকে জানাবেন

4 comments:

  1. For example, when the primary usage οf yoᥙr
    automobile iѕ always too support yοur company,
    үоu have to consider insurance annd then fоr аny payments үоu might have fοr thе vehicle.
    Unless уߋu һappen tߋ Ƅᥱ purchasing
    advertising yourself, tҺе οnly method tߋ generate foot traffic is bʏ using attractive ϲontent.
    Аt thе minute, just
    about tһᥱ most popular varieties
    οf general marketing utilized bү webb advertising companies iѕ сalled article marketing.


    Feel free tο visit mʏ blog;

    ReplyDelete
  2. national id card amar nai and bank accaount nai tahole kivae payza hoe

    ReplyDelete
  3. Excellent beat ! I wish to apprentice at the same time as you amend your site,
    how could i subscribe for a weblog site? The account aided me a appropriate deal.
    I had been a little bit acquainted of this your broadcast provided brilliant transparent idea

    Here is my weblog -

    ReplyDelete
  4. If you are going for best contents like myself,
    only pay a quick visit this site everyday because it presents quality contents, thanks

    ReplyDelete