Monday, February 16, 2015

ডাউনলোড করে নিন দশটি খুবই দরকারি সফটওয়্যার আপনার এন্ড্রয়েডের জন্য !!!

আজ আপনাদের সাথে শেয়ার করবো দশটি খুবই দরকারি সফটওয়্যার যে সফটওয়্যার গুলি আপনার মোবাইল থাকলে আপনার খুবই সুবিধা হবে

তো আসুন দেখি সেই সফটওয়্যার গুলি কি কি

১) Multitasking Pro

    ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- এই সফটওয়্যারটি আপনার মোবাইলে একসঙ্গে অনেক কাজ একসাথে করতে সাহায্য করবে

মনে করুন আপনি নেট করছেন এই সময় আপনাকে একটি হিসাব করবে হবে বা একটি ভিডিও দেখবেন নেট করতে করতে

তো অসুবিধা নাই এই অ্যাপটির মাধ্যমে আপনি সেটি করতে পারবেন

২) speaking clock
 
     ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- এই অ্যাপটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটির কি কাজ হতে পারে তবুও
একবার বলছি

মনে করুন আপনি এমন  কোনো কাজ করছেন যে মোবাইল বের করতে পারবেন না হাতে খুব নোংরা
কিন্তু আপনার সময় দেখা খুব জরুরি এই সময় এই অ্যাপ আপনার সাহায্য করবে
এই অ্যাপটির মাধ্যমে আপনি পনেরো মিনিট ,আধ ঘন্টা বা এক ঘন্টা পর পর কটা বাজছে সেটা বলে দিতে সাহায্য করবে এই অ্যাপ

৩) Coolify

    ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- অনেক সময় আমাদের মোবাইল অনেক ব্যাবহার করার ফলে খুব গরম হয়ে উঠে এই অ্যাপটি আপনার সেই গরম হওয়া সেটটিকে ঠান্ডা করতে সাহায্য করবে
অনেকের মনে হতে পারে যে এটি কাজ করে না কিন্তু আমি আপনাকে বলতে পারি যে এটা ১০০% কাজ করে কারণ এটা আমি নিজে ব্যাবহার করি
তো একবার আপনিও ট্রাই করে দেখুন
৪) Twilight
    ডাউনলোড করুন
সফটওয়্যারটির সম্পর্কে :- এখন আমরা প্রায় সকলে খুব রাত পর্যন্ত নেট করি যার ফলে আমাদের চোখে প্রায় ঝাপসা দেখতে থাকি
এই অ্যাপটি আপনার মোবাইলের ব্রাইটনেসকে খুবই কমিয়ে স্ক্রিনের উপর একটি হালকা লাল রঙ্গের আবরন করে দেই যার মাধ্যমে আপনার চোখে খুবই কম আলো পড়ে এবং আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে

৫) জমি ও ভূমির মাপ-                     জোক

   ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- এই অ্যাপটি সম্পর্কে কিছু বলার নাই নাম দেখেই বুঝতে পারছেন এটির কি কাজ হতে পারে
এটির মাধ্যমে আপনি জমি মাপার সমস্ত হিসাব জানতে পারবেন এটি খুবই দরকারী অ্যাপ
৬) Mobile Number
Tracker
    ডাউনলোড করুন
সফটওয়্যারটির সম্পর্কে :- এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার মোবাইল হারিয়ে গেলে আবার ফিরে পেতে পারেন
যেভাবে এটিকে ব্যবহার করবেন :- প্রথমে অ্যাপটিকে ইন্সটল করে ওপেন করুন
এরপর পাসওয়ার্ড দিয়ে সেভ করে নিন
তারপর আপনার প্রিয় কয়েকজন বন্ধুর নম্বর দিয়ে আবার সেভ করে এটির সেটিং এ গিয়ে এটাকে অন করে দিন
ব্যাস আপনার কাজ শেষ

এবার যদি কেউ আপনার সেটটিকে নিয়ে তার সিম ভরে তাহলে আপনার ওই বন্ধুদের নম্বরে ম্যাসেজ চলে আসবে আর আপনি সহজে বুঝে নিবেন আপনার মোবাইলের চোরের সম্পর্কে |

৭) Internet Speed Meter Lite

   ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে আপনার নেটে কত স্পিড দিচ্ছে সেটি জানার জন্য এটি সব সময় নোটিফিকেশন বারে আপনাকে বলে দিবে আপনার নেট আপনাকে কত স্পিড দিচ্ছে
৮) Bong Calendar
    ডাউনলোড করুন
সফটওয়্যারটির সম্পর্কে :- এটি হল বাংলা ক্যালেন্ডার অনেক সময় আমাদের বাংলা তারিখ জানার প্রয়োজন হয় এই অ্যাপটি মূলত তারই কাজ করে

৯) Awesome On Off      Ultimate

    ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- এটি হল আপনার একটু মজারও সফটওয়্যার
এটি অন করার পর আপনি  যখন আপনার পকেটে মোবাইল ঢুকাবেন তখন অটোমেটিক আপনার মোবাইল লক হয়ে যাবে
আবার যখন আপনি মোবাইলটি বের করবেন তখন অটোমেটিক লক খুলে যাবে

এটি ব্যাবহার করবেন যেভাবে :- প্রথমে অ্যাপটিকে ইন্সটল দেওয়ার পর ওপেন করুন
তারপর এটির সেটিং এ গিয়ে অন করুন এরপর আপনি কতটুকু কাত করলে মোবাইল লক হবে সেটি ঠিক করে নিন ব্যাস কাজ শেষ এবার ব্যাবহার করুন

১০) UClean

      ডাউনলোড করুন

সফটওয়্যারটির সম্পর্কে :- অনেক সময় আমাদের মোবাইলে গেম খেলে বা অনেক কিছু করে সেট স্লো হয়ে পড়ে এই অ্যাপটি মূলত এই রোগের ওষুধ হিসাবে কাজ করবে

অ্যাপটি ইন্সটল দেওয়ার পর ওপেন করুন এরপর দেখুন আপনি একটি অটোমেটিক আপনার হোম স্ক্রিনে একটি  Widgets পেয়ে যাবেন সেটিতে ক্লিক করলে একটি রকেট উড়ে যাবে আর আপনার যত অ্যাপ চালু ছিলো সব বন্ধ হয়ে যাবে এবং আপনার সেটের Ram অনেক খালি হবে এবং সেটের স্পিড খুবই বেড়ে যাবে

এত বড়ো একটি পোস্ট কষ্ট করে লিখে যদি আপনার কেউ কেমন লাগলো সেটা কমেন্ট করে না জানান তাহলে কিভাবে বুঝবো যে আপনাদের এই পোস্ট গুলি ভালো লাগছে কি না

আপনার কেমন পোস্ট চান ইত্যাদি তাই আপনাদের সকলকে দয়া করে বলছি একটু কষ্ট করে কমেন্ট করে নিশ্চয় জানাবেন

আমার পোস্ট আপনাদের কেমন লাগছে আপনারা কেমন পোস্ট চান ইত্যাদি জানাতে ভুলবেন না |

6 comments:

  1. খুব সুন্দর পোস্ট ভাই এইরকম আরো পোস্ট চাই

    ReplyDelete
  2. Vai coolify apps ta ki unroot der jonno ?

    ReplyDelete
  3. না ভাই এটা রুটের জন্য
    মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই

    ReplyDelete