Tuesday, December 16, 2014

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে

আমি আজ আপনাদেরকে যে উপায় টি বলব তার মাধ্যমে আপনি খুব সহজেই একটি ইউটিউব ভিডিওকে প্রায়
৫-৭টি ফরম্যাটে ডাউন-লোড করতে পারবেন এবং কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ।
কি বিশ্বাস হচ্ছে না ?

চলুন তাহলে দেখা যাক…

প্রথমে আপনার Youtube এর ভিডিও টি প্লে করন ু

এখন এড্রেস বার এর থেকে ভিডিও লিঙ্ক টি এডিট করে
"https://www." এই অংশটুকু বাদ দিয়ে "SS" টাইপ করে Enter করুন ।

এরপর দেখবেন যে আপনার পছন্দ মত Format এর Video ডাউনলোড করার Option এসে গেছে ।

Example:ধরুন আপনার পছন্দদের ভিডিও টির লিঙ্ক টি হচ্ছে

https://www.youtube.com/watch?vk4njsj78d এটি কে Edit করে
ssyoutube.com/watch?vk4njsj78d লিখে এন্টার করুন ।

ব্যাস আপনার কাজ শেষ এবার দেখুন ভিডিও টি অনেক ফরম্যাটে চলে এসেছে

আপনার পছন্দ মতন কোয়ালিটি তে ডাউনলোড করে নিন ।

2 comments: