Monday, August 18, 2014

আপনার এ্যান্ড্রয়েড স্মার্ট ফোনটি রুট করে নিন এখনি

আপনি আপনার এ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের মজা তখনিই পাবেন যখন আপনি আপনার ফোনটি রুট করবেন । তো আসুন দেখি কিভাবে আপনার ফোনটি রুট করবেন

আমার জানা মতে গ্যালাক্সি ফোন রুট করতে হয় একটু অন্য স্টাইলে। আপনি যে ফোনটি রুট করবেন ঠিক এই ভাবে --

( Update root for galaxy _______)

{শূন্য স্থানে ফোনের মডেল বসবে।} লিখে  গুগল এ সার্চ দিন। আসা করি আপনার কাংখিত root ফাইলটি পেয়ে যাবেন। এরপর ফাইলটি ডাউনলোড করে নিন এবং উক্ত ফাইলটি আপনার SD Card এ রাখুন(কোন ফোল্ডার এ রাখবেন না)।
এবার ফোনের রিকভারি (Recovary mod) এ যাবার পালা।
1) প্রথমে সেট অফ (Off) করুন

2) এরপর সিম কার্ড এবং মেমরি কার্ড খুলে ফেলুন।

৩) এবার ব্যাটারি লাগিয়ে প্রথমে Volume up(+) এরপর Power এবং সর্বশেষ Home বাটন একসাথে চেপে ধরুন।
৪) এরপর  Samsung  লোগো আসার সাথে সাথে Power বাটন ছেড়ে দিন( যদি CWM ইন্সটল করা থাকে) আর যদি CWM ইন্সটল করা না থাকে তাহলে Power বাটন ছাড়ার পর আরো একটা Window আসবে। এখানে Androidএর একটি লোগো থাকবে।এই লোগো আসার সাথে সাথে Menu তে টাচ করুন। যদি উক্ত কাজ গুলো ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে Recovary mod এ চলে আসবে।
এবার এখান থেকে স্লেক্ট করুন→Install update fromsd card/ Install zip from sd card
এই দুটি লেখার যে কোনএকটি লেখা আপনি দেখতে পারবেন।
এবার এই লেখার উপর আসার জন্য
Volume + এবং Volume – ব্যাবহার করুন এবং আপনি স্লেক্ট করার জন্যHome/Power ব্যাবহার করুন।
এবং আপনি দেখতে পাবেন  আপনার মেমরি। এখান থেকে Update root. zip স্লেক্ট করুন এবং দেখতে পাবেন অনেক গুলোNoএর পর Yes আছে। এটা স্লেক্ট করুন। কিছুক্ষন সময় নিবে ইন্সটল হওয়ার জন্য। ব্যাস আপনি সফল যদি সঠিকভাবে করতে পারেন।

আমি আমার samsung galaxy gt s5830i এ root করেছি এই পদ্ধতিতে ।

এন্ড্রয়েড রুট কি ? রুট কেন এবংএন্ড্রয়েড রুটিং ভালো না খারাপ ইত্যাদি সর্ম্পকে জানতে আমার আগের পোস্টটি দেখতে পারেন          এখানে

আসাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় আমাকে জানাবেন ।

No comments:

Post a Comment