Monday, August 18, 2014

আপনার এ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম মেমোরি বাড়িয়ে নিন এখনি

আমরা যারা এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, তাদের সবারই একটি সাধারন সমস্যা হলো এর সিস্টেম মেমোরী কমে যাওয়া ।

এতে করে মোবাইল ধীর গতির হয়ে যায়  যা খুবই বিরক্তির,

মনে হয় এ্যান্ড্রয়েড মোবাইল কেন কিনলাম ?

অনেকে এই সমস্যা থেকে মুক্তির জন্য বিভিন্ন এ্যাপস ডাইনলোড করে মোবাইলের ডাউনলোডকৃত এ্যাপস গুলোকে SD Card-এ লিংক করে দেন অথবা তাতে ট্রান্সফার করে থাকেন,

কিন্তু তাতে কি সিস্টেম মেমোরী খুব একটা খালী হয় ? আর খালী হলেও সময়ের ব্যবধানে তা আবার ভরে ওঠে

তাহলে সমাধান কি ?

কিছু এ্যাপস্ ডিলিট করে দেওয়া ? গ্যারান্টি দিচ্ছি, তাতেও কোন সমাধান হবে না,বরং এতে হয়তো আপনার প্রয়োজনীয় কোন এ্যাপই ডিলিট করে আপসোস করতে হতে পারে ।

আসুন তবে এবার আসল সমাধানের দিকে। আসস্ত করছি,এটা আমি নিজে Samsung galaxy GT-S5830i তে ট্রাই করে ১০০% সফল হয়েই এই পোস্ট করছি

আর হ্যা,আপনাদেরকে এর জন্য নতুন কোন এ্যাপ ডাউনলোড করতেও হবে না,যদি না আপনার ফোনটি রুট করা থাকে, আর সাথে একটি ভালো ফাইল ম্যানেজার থাকে,যা দিয়ে সিস্টেম ফাইলও রিমুভ করা যায় ।

আপনাদের যাদের ফোন রুট করা আছে, তারা ফাইল ম্যানেজার ওপেন করে সিস্টেম মেমোরীতে প্রবেশ করুন ।

সেখানে data নামে একটা ফোল্ডার পাবেন,ঐ ফোল্ডার-এর ভেতর  log নামে আরেকটা ফোল্ডার পাবেন ।

এই log ফোল্ডারের ভেতর যা আছে তার সব ডিলিট করে দিন ।
( সাধারনত log ফোল্ডারের ভেতর যেসব ফাইল থাকে তাদের নাম হয় এরকম-dumpstate_app... আশা করি ফোল্ডারটি খুঁজে পেতে আপনাদেরখুব একটা সমস্যা হবে না।)

ব্যাস কাজ শেষ।

এবার সিস্টেমস্টোরেজ চেক করে দেখুন ।

Warning!!: রুটফোল্ডারে সাবধানে কাজ করবেন।যাতে আবার প্রয়োজনীয় কোন কিছুনা ডিলিট হয়ে যায় ।

যাদের রুট করা নাই তাদের জন্য কেবলই আপসোস করুন,নয়তো ফোনটি সাহস নিয়ে রুট করে ফেলুন ।

No comments:

Post a Comment