Friday, June 6, 2014

জেনে নিন কিভাবে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি রক্ষা করবেন

১) নতুন মোবাইলকিনে কমপক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন

২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশনব্যবহার করবেন না।ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায

৩) ব্যাটারীরসম্পূর্ণ চার্জশেষ হয়ে গেলে চার্জ দিন।

৪) ফুল চার্জনা হওয়া পর্যন্ত মোবাইল চার্জ দিন।
 
৫)মোবাইলের ব্রাইটনেসকমিয়ে রাখুন

। ৬) অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।

৭) সব সময়সেটের অরিজিনাল চার্জার ব্যবহারকরুন।

৮) খুববেশী দরকারনা হলে ফোন রির্স্টাট করবেন না।

৯)অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।

১০) নেটওয়ার্কসিগন্যালবারবার সার্চ করলেওবেশি ব্যাটারি ক্ষয়।সুতরাং এটি থেকে বিরত থাকুন।

১১)ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখুন। অর্থাৎস্বাভাবিকতাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইলফোন
রাখবে না।আমি একটা আইপিএস-এর ওপরব্যাটারি রেখেছিলাম। পরে আমার ফোনের১৩টা বাজছে।

১২) চার্জ থেকে খুলারজন্যআগে সকেট থেকে চার্জার খুলবেন তারপরমোবাইলের কেব্লখুলবেন ।

১৩) চার্জের সময় মোবাইল অফরাখা ভাল ( বিশেষ করে নতুন মোবাইলেরজন্য ) ।

১৪)ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জদিবেনএর আগেও না পরেও না

১৫) লম্বা সময়ধরে চার্জারলাগিয়ে রাখবেন না । আমারা অনেকেইরাতে ঘুমানোর সময় চার্জে দিয়ে ঘুমাই,এতে করে ফুল চার্জ হওয়ারপরও অনেক্ষন চার্জার কানেক্টথাকে । এ অভ্যাস ত্যাগ করুন,না হলে ব্যাটারীরক্ষতি হবে ।

১৬) WiFi, LocationServices,Bluetooth, কানেকশন মোবাইল নেট কানেকশনথেকে বেশী ব্যাটারি ব্যবহার হয় যদিওWiFi, Location Services,Bluetooth,কানেকশন অনেক যায়গায়সহজে ও বিনা পয়সায় ব্যবহার করা যায়। তাই নেহাতপ্রয়োজন না হলে WiFi, LocationServices,Bluetooth, কানেকশনবন্ধ করে রাখুন তাতে আপনারব্যটারির লাইভ সেইভ হবে।

১৭) Wall paper যদি animatedবা motion ওরিয়েন্টেড হয়তাহলে তা ডিজেবলকরে রাখুন।

১৮)বিভিন্নব্যাটারি সাপোর্টেড ইউটিলিটি সফটওয়্যারফ্রি পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন।

১৯)ডেইলি মেইলে প্রকাশিতএক রিপোর্টে জানা যায়, বিশেষজ্ঞদেরমতে, স্মার্টফোনের ব্যাটারি ১০০%পর্যন্ত চার্জ করা ঠিক নয়! বরং এরচার্জ সব সময়৪০-৫০% এরউপরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।অর্থাৎ, আপনার ফোনেরব্যাটারির চার্জ সবসময় ৪০-৮০ শতাংশেরমধ্যে রাখলে সেটাই তার পারফর্মেন্সের জন্য ঠিক

No comments:

Post a Comment