Saturday, June 7, 2014

জেনে নিন গুগলে সঠিকভাবে সার্চ করার পদ্ধতি

হ্যালো ফ্রেন্ডরা আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি সঠিক ভাবে গুগলে সার্চ করে যেকোনো ফাইল ডাউনলোড বা যেকোনো তথ্য বের করতে পারবেন

এর জন্য নিচের স্টেপ গুলি ফলো করুন   

১। পছন্দের গানকিংবা মুভি খুজবেন,টেকনিকটি জেনে নিনঃ
বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা,নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।

পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চবক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi)James”। যদি বিশেষ কোন গান খুজবেন ,ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi)james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james । অন্যান্য ক্ষেত্রেও এইটিপস কাজে লাগানো যাবে।



২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃবিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।

পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন,সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন:seo fileType:pdf


৩। কোন কিছুর অর্থ জানতে চানঃকোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।

পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে defineলিখে দিন।যেমনঃ define: scholarship

৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।

পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকমপরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kgin pound,inch in km


৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিন প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।

পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেটটি হবেঃ USD in BDT


৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানেরনামেরআগে “time” শব্দটি লিখুন।
যেমনঃ time Sydney লিখে সার্চকরুন


৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুন স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather Sydney লিখে সার্চ কর ।


Image result for google search

No comments:

Post a Comment